মালদ্বীপের প্রধান বিচারপতি গ্রেফতার
প্রকাশিত : ১০:০৮ এএম, ৬ ফেব্রুয়ারি ২০১৮ মঙ্গলবার
মালদ্বীপ সরকার ১৫ দিনের জন্য জরুরি অবস্থা জারি করে সংসদ স্থগিত করে দেওয়ার পর মঙ্গলবার সকালে গ্রেফতার হয়েছেন দেশটির প্রধান বিচারপতি।
গতকাল সোমবার জরুরী অবস্থা ঘোষণার পরপরই শুরু হয় ধরপাকড়। রাতে পুলিশ সুপ্রিম কোর্ট ঘিরে রাখায় আদালতে থাকা বিচারপতিরা সেখানে আটকে রয়েছেন।
রাজনৈতিক বন্দীদেরকে মুক্তি দেওয়ার জন্য সম্প্রতি মালদ্বীপের সুপ্রিম কোর্টের দেওয়া আদেশ মানতে অস্বীকৃতি জানিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট আব্দুল্লা ইয়ামিন। প্রেসিডেন্ট ইয়ামিনকে অভিশংসনে ও গ্রেপ্তারে সুপ্রিম কোর্টের পদক্ষেপ রুখতেই এত কিছু হচ্ছে বলে ধারনা।
হুট করে মালদ্বীপে জারি করা জরুরী অবস্থা প্রত্যাহার করার জন্য জোর দাবী জানিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র বিষয়ক সেক্রেটারি বরিস জনসন।
মালদ্বীপে মানুষ ভীত-শঙ্কিত অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন বিবিসির সংবাদদাতা অলিভিয়া ল্যাঙ।
সূত্র: বিবিসি
একে// এআর