সোহেলকে আটকের দাবি রিজভীর
প্রকাশিত : ১১:০০ এএম, ৬ ফেব্রুয়ারি ২০১৮ মঙ্গলবার

বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল আটক হয়েছেন বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভীর ভাষ্য, সোহেলকে আজ মঙ্গলবার ভোরে রাজধানীর মালিবাগের একটি বাসা থেকে পুলিশ ধরে নিয়ে গেছে।তবে পুলিশ বা র্যাবের কেউ সোহেলকে আটকের কথা স্বীকার করেনি।
গত ৩০ জানুয়ারি হাই কোর্ট মোড়ে পুলিশের ওপর হামলার ঘটনায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে করা তিনটি মামলারই আসামি ঢাকা দক্ষিণ বিএনপির সভাপতি সোহেল।
এছাড়া সোহেলের বিরুদ্ধে ১৪৩টি মামলা রয়েছে। তবে এসব মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন।
আগামী ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় রায় হবে।
এ রায়কে ঘিরে আন্দোলন গড়ে তুলতে সক্রিয় ছিলেন সোহেল। সম্প্রতি তিনি ঘোষণা দিয়েছিলেন যেসব বিএনপি নেতা আন্দোলনে মাঠে নামবেন না তাদের তিনি চুড়ি পরিয়ে দেবেন।
সোমবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সিলেট সফরে সোহেলও তার সফরসঙ্গী ছিলেন। সিলেটে দুই আউলিয়ার মাজার জিয়ারত শেষে সোমবার রাত সাড়ে ৩টার দিকে ঢাকায় ফেরেন খালেদা জিয়া।
আর ভোরের দিকে গোয়েন্দা পুলিশ মালিবাগের একটি বাসা থেকে সোহেলকে আটক করে নিয়ে যায় বলে রিজভীর ভাষ্য।
রিজভী বলেন, সোহেল কোথায় আছেন কী অবস্থায় তাকে রাখা হয়েছে আমরা কিছু জানি না। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
/ এআর /