ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৯ ১৪৩১

টেস্টের পর ওয়ানডেতেও শীর্ষে ভারত

প্রকাশিত : ১২:৫১ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৬:০২ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০১৮ বুধবার

গত বছরের শুরুতে বিরাট কোহলিকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল, ‘বিরাট তোমার বিরাট লক্ষ্য কি?’। বিরাট চটজলদি করে বলে দিয়েছিলেন ১-১-১। অর্থাৎ টেস্ট, ওয়ানডে ও টি-২০ ক্রিকেটের শীর্ষে অবস্থান চান বিরাট কোহলি।

টেস্টে সে স্বপ্নটা আগেই পূরণ হয়েছে। এবার দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ওয়ানডেও শীর্ষে উঠে এসেছে শচীনের উত্তরসূরীরা। বাকি কেবল টি-২০। একইসঙ্গে তিন ফরমেটেই ১-১-১ থাকার রেকর্ড গড়তে হলে কোহলিকে যেতে হবে বহু দূর। কারণ টি-২০ তে এখনো তিনে অবস্থান করছে কোহলিরা। যেখানে শীর্ষে রয়েছে পাকিস্তান। এর পেছনেই শক্তিশালী নিউজিল্যান্ড।

রেকর্ডে চোখ বুলিয়ে দেখা গেছে, ভারত এবং দক্ষিণ আফ্রিকা- দুই দলই এখন ১২০ রেটিং পয়েন্টে দাঁড়িয়ে। ১১৬ র‍্যাটিং নিয়ে তিন নম্বর স্থানে আছে জো রুটের ইংল্যান্ড। চার নম্বরে আছে নিউ জিল্যান্ড (র‍্যাটিং ১১২)। সদ্য অ্যাসেজ জয়ী অস্ট্রেলিয়া এই তালিকায় রয়েছে পাঁচ নম্বরে, যাদের র‍্যাটিং ১১২।

সূত্র: আইসিসি ওয়েবসাইট
এমজে/