ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৯ ১৪৩১

কোহলির শরীরে কোনো নেতিবাচক হাড় নেই : অশ্বিন

প্রকাশিত : ০৪:২৪ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০১৮ মঙ্গলবার

বিরাট কোহলির বৃহস্পতি এখন তুঙ্গে। দীর্ঘ প্রেমের পাঠ চুকিয়ে বলিউড সেনসেশন আনুশকার সঙ্গে গাটছাড়া বেঁধেছেন কিছুদিন আগে। এরপর মাঠেও যাচ্ছে তার হানিমুনময় সময়। বিরাটের নেতৃত্বে একের পর এক জয় পাচ্ছে দল অন্যদিকে নিজের পারফরমেন্সও সারা জাগানো।
বিরাটের প্রশংসায় পঞ্চময় গোটা ভারত। এবার অধিনায়ককে প্রশংসায় ভাসালেন অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তিনি বলেন, কোহলি সবসময় জয়ের চিন্তা করেন। কখনও হারের কথা মাথায়ই আনেন না। দলের প্রত্যেকের মধ্যে তা ছড়িয়ে পড়ছে।
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির পর ওয়ানডে দলে জায়গা হারিয়েছেন অশ্বিন। তাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শেষে তাকে দেশে ফিরে আসতে হয়েছে। এখন তিনি বিজয় হাজারে ট্রফিতে তামিলনাড়ুর হয়ে খেলছেন। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ঘূর্ণি জাদুকর বলেন, ‘কোহলির শরীরে কোনো নেতিবাচক হাড় নেই। তার তীব্র জয়ের বাসনা দলের প্রত্যেক খেলোয়াড়ের মধ্যে ছড়িয়ে পড়ছে।’
অশ্বিন বলেন, ‘কোহলি বিশ্বের সেরা অধিনায়কদের পাশে জায়গা করে নিয়েছে। তিনি এমন একজন দলপতি, যিনি সবসময় জেতার জন্য ঝাঁপিয়ে পড়েন। কখনও রক্ষণাত্মক হওয়ার চিন্তা করেন না।’
তিনি যোগ করেন, ‘অধিনায়কের এমন মনোভাব দলটাকেই চনমনে করে তুলেছে। দলের সবাই জানে, তাদের কাছে কী চাওয়া হচ্ছে। এ জন্যই দল সাফল্য পাচ্ছে।’
সূত্র : জিনিউজ।