ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

৮ ফেব্রুয়ারি টার্মিনালে লাঠি হাতে থাকবেন পরিবহন মালিক-শ্রমিকরা

প্রকাশিত : ০৫:৫১ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০১৮ মঙ্গলবার

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে রাজপথে কোনও বিশৃঙ্খলা হলে তা শক্ত হাতে দমনের ঘোষণা দিয়েছে ঢাকা পরিবহন মালিক সমিতি। মঙ্গলবার দুপুরে সড়ক ভবনে ঢাকা সড়ক পরিবহন সমিতির উদ্যোগে মালিক সমিতির এক যৌথ সভা থেকে ঘোষণা দেওয়া হয়।

ঢাকা সড়ক পরিবহন সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতুল্লাহ বলেন, ৮ তারিখ খালেদা জিয়ার রায় উপলক্ষে বিশৃঙ্খলা হলে কঠোর হাতে দমন করা হবে। ওইদিন চারটি টার্মিনালে ১৫ হাজার মালিক-শ্রমিক লাঠি হাতে অবস্থান নেবে।

তিনি বলেন, ৭ তারিখ রাত থেকেই ১১ তারিখ পর্যন্ত টার্মিনাল পাহাড়া দেওয়া হবে। যদি ওইদিনের রায় উপলক্ষে বিএনপি হরতাল ডাকে তাহলে তারা যেকোনা মূল্যে গাড়ি চালাবে।

সংগঠনের সভাপতি আবুল কালাম বলেন, বিএনপির কেউ মাঠে নামলে দমন করা হবে। মালিক শ্রমিক সর্বদা প্রস্তত রয়েছে।
 
এসএইচ/