ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

‘রায় নিয়ে অস্থিতিশীলতা জনগণই মোকাবেলা করবে’

প্রকাশিত : ০৬:৪৮ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০১৮ মঙ্গলবার

আগামী ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে বিএনপি দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, রায় নিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করলে আওয়ামী লীগ নয়, জনগণই তাদের মোকাবিলা করবে।

মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীতকরণের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, যেকোনো মুহূর্তে  আওয়ামী লীগ নির্বাচন করতে প্রস্তুত রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জোটবদ্ধ হয়েই আমরা নির্বাচন করব। বিএনপি যা-ই বলুক, খালেদা জিয়াকে আগামী নির্বাচনে আসতেই হবে। তিনি নির্বাচনে না এলে তাদের দলের অস্তিত্ব থাকবে না বলেও জানান তিনি।

অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, স্বাস্থ্য অধিদফতরের প্রধান প্রকৌশলী এম এ মোহী, পরিচালক (স্বাস্থ্য) নিশীত কান্তি দেবনাথ, নারায়ণগঞ্জের সিভিল সার্জন এহসানুল হক, উপজেলা চেয়ারম্যান শাহজালাল মিয়া, চিকিৎসক সায়মা ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাবিব ইসমাইল ভূইয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ আড়াইহাজার পৌর মেয়র হাবিবুর রহমান প্রমুখ।

 

আর