কোনো ধরনের উস্কানিতে পা নয় : কাদের (ভিডিও)
প্রকাশিত : ০৮:৪০ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৯:২২ এএম, ৭ ফেব্রুয়ারি ২০১৮ বুধবার

খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে বিএনপির কোনো ধরনের উস্কানিতে পা দিবে না আওয়ামী লীগ। এ জন্য দলের নেতা-কর্মীদের সতর্ক করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মঙ্গলবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলী এবং সহযোগী সংগঠনের নেতাদের যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘কোনো ধরনের উসকানি দেওয়া যাবে না। আমরা এখন ক্ষমতায় আছি। গায়ে পড়ে আমরা কেন অশান্তি ডেকে আনব? কেন শান্তি শৃঙ্খলা নষ্ট করবো? দেশ শান্তিতে চলছে। কোনো অশান্তি আমরা ডেকে আনবো না।
ওবায়দুল কাদের বলেন, তারা যদি কোনো ধরনের উস্কানি দেয় এবং হাই কোর্টের সামনে প্রিজন ভ্যানে হামলার মতো পরিস্থিতি সৃষ্টি করে, তাহলে আইন প্রয়োগকারী সংস্থা পরিস্থিতি মোকাবেলা করবে। প্রয়োজনে জনগণের জান-মাল নিরাপত্তা রক্ষায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা আইনশৃঙ্খলা বাহিনীর পাশে থাকবে।
তিনি বলেন, ‘খালেদা জিয়ার মামলার রায় কী হবে তার সঙ্গে সরকারের কোনো প্রকারের সংশ্লিষ্টতা নেই। আমরা কেন হস্তক্ষেপ করব? খালেদা জিয়া আমাদের শত্রু না, বিএনপি আমাদের শত্রু না। কিন্তু বিএনপি আমাদের শত্রু ভাবে। আমরা তাদের প্রতিপক্ষ ভাবি এবং প্রথম থেকেই তারা আমাদের সঙ্গে শত্রুতা করে আসছে। শত্রুতা যদি না করত, বঙ্গবন্ধু হত্যার নেপথ্যে তাদের প্রতিষ্ঠাতা থাকত না।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ, দীপু মনি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, মহিবুল হাসান চৌধুরী নওফেল, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, উপ দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ প্রচার আমিনুল ইসলাম।
এসি/