ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

একনজরে পুঁজিবাজার

টানা দরপতনের পর উত্থান

প্রকাশিত : ১০:০৭ এএম, ৭ ফেব্রুয়ারি ২০১৮ বুধবার | আপডেট: ০৯:২৯ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০১৮ বুধবার

৬ ফেব্রুয়ারির মার্কেট পর্যালোচনা

৬ ফেব্রুয়ারির মার্কেট পর্যালোচনা

টানা দরপতনের পর উত্থান পুঁজিবাজারে
টানা দরপতনের পর উত্থানে ফিরেছে দেশের পুঁজিবাজার। সপ্তাহের তৃতীয় কার্যদিবসে বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের দর। তবে লেনদেনে খরা কাটেনি। মঙ্গলবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৭টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ২৭৬টির, কমেছে ৩৮টির, আর ২৩টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল ৩২২ কোটি ৮৪ লাখ টাকা। আর ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স ৭৯ পয়েন্ট বেড়ে উঠে আসে ৫ হাজার ৯৪৯ পয়েন্টে। অন্যদিকে, সূচক বেড়েছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২২০টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৫৪টির, কমেছে ৪৩টির, আর ২৩টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আর মোট লেনদেন হয়েছে ১৭ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।    
বিআইপিবি গ্রোথ ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন
বিআইপিবি গ্রোথ ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা-বিএসইসি। ফান্ডটির প্রাথমিক আকার ধরা হয়েছে ২০ কোটি টাকা। এরমধ্যে ২ কোটি টাকা দেবেন উদ্যোক্তারা। বাকি ১৮ কোটি টাকা ইউনিট বিক্রির মাধ্যমে সংগ্রহ করা হবে।  
প্রাইম ইন্স্যুরেন্স
প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে ৭ ফেব্র“য়ারি। সভায় ৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে।
গ্রীণ ডেলটা ইন্স্যুরেন্স
গ্রীণ ডেলটা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী ১১ ফেব্র“য়ারি। সভায় ৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে।
লংকাবাংলা ফাইন্যান্স
লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী ১৩ ফেব্র“য়ারি। সভায় ৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে।
আইডিএলসি ফাইন্যান্স
আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী ১৪ ফেব্র“য়ারি। সভায় ৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে।
শেয়ার কেনার ঘোষণা
ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেডের একজন পরিচালক ২ লাখ ৫০ হাজার শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের পাবলিক মার্কেট থেকে তিনি এই শেয়ার কিনবেন।
শেয়ার বিক্রির ঘোষণা
মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একজন পরিচালক ৫ লাখ ৪০ হাজার ৬০০টি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ৩০ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের পাবলিক মার্কেটে এই শেয়ার বিক্রি হবে।

/ এআর /