ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৮ ১৪৩১

যে কারণে পেছালো জাপানি রাজকুমারীর বিয়ে

প্রকাশিত : ১১:০৭ এএম, ৭ ফেব্রুয়ারি ২০১৮ বুধবার | আপডেট: ০১:৩১ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০১৮ বুধবার

জাপানি রাজকুমারী মাকো তার প্রেমিক কেই কোমুরোকে বিয়ে করলে তাঁর রাজশিরোপা হারাবেন। অর্থাৎ তিনি আর রাজকুমারীর মর্যাদা পাবেন না।

মাকো হচ্ছেন জাপানের সম্রাট আকিহিতোর নাতনি। অন্যদিকে কেই কোমুরো একেবারে সাধারণ পরিবারের সন্তান। তাদের দেখা হয়েছিল ২০১২ সালে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়। তাদের প্রেম কাহিনী নিয়ে হৈ চৈ কম হয়নি।

তাদের বিয়ে হওয়ার কথা ছিল আগামী নভেম্বরে। কিন্তু এই বিয়ে এখন ২০২০ সাল পর্যন্ত স্থগিত করা হয়েছে।

রাজকুমারী মাকোর বয়স এখন ২৬। তার প্রেমিক কেই কোমুরো কাজ করেন একটি ল` ফার্মে। এই দম্পতির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, যথেষ্ট প্রস্তুতির অভাবেই তারা বিয়ের অনুষ্ঠান পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

রাজপরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, বিয়ের প্রস্তুতির জন্য অনেক সময় লাগবে। সেজন্যেই পিছিয়ে দেয়া হয়েছে অনুষ্ঠানটি।

সামনের বছর জাপানের রাজা আকিহিতো সিংহাসন ছেড়ে দিচ্ছেন। তিনি আগেই এই ঘোষণা দিয়েছিলেন। গত দুশো বছরের ইতিহাসে এই প্রথম কোন সম্রাট সিংহাসন ছাড়ছেন। বলা হচ্ছে এ নিয়ে রাজপরিবারকে সাংঘাতিক ব্যস্ত থাকতে হবে। সেটা হয়তো বিয়ের অনুষ্ঠান পিছিয়ে দেয়ার একটা কারণ।

রাজকুমারী মাকো এক বিবৃতিতে বলেন, যারা আমাদের বিয়ের অনুষ্ঠানের আয়োজনে সাহায্য করছিলেন তাদের সবার জন্য বড় একটা সমস্যা তৈরি করায় আমি আসলেই দুঃখিত।

জাপানের রাজপরিবারের তরফ থেকে বলা হচ্ছে, সম্রাট আকিহিতো অবসরে যাওয়ার পর তাঁর ছেলে যুবরাজ নারুহিতো সিংহাসনে আরোহনের আনুষ্ঠানিকতা শেষ হলে তাদের বিয়ে হবে।

জাপানের একটি ম্যাগাজিনে এই মর্মে খবর বেরিয়েছিল, রাজকুমারী মাকোর প্রেমিক কোমুরোর মা কিছু আর্থিক ঝামেলায় জড়িয়ে পড়েছেন। সেটাই বিয়ে পেছানোর কারণ। কিন্তু রাজপরিবারের তরফ থেকে এই খবর অস্বীকার করা হয়েছে।

সূত্র: বিবিসি

একে// এআর