ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৮ ১৪৩১

জামিন পেলেন না অ্যাসাঞ্জ

প্রকাশিত : ১১:৩৭ এএম, ৭ ফেব্রুয়ারি ২০১৮ বুধবার | আপডেট: ১১:৪০ এএম, ৭ ফেব্রুয়ারি ২০১৮ বুধবার

ব্রিটিশ গণমাধ্যমসহ আন্তর্জাতিক গণমাধ্যমে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের জামিনের বিষয়ে আগাম সম্ভাবনা প্রকাশ করে আসলেও, এবার তার জামিন আটকে দেওয়া হলো। ব্রিটিশ আদালত অ্যাসাঞ্জের আইনজীবী ও সরকার পক্ষের আবেদনের শুনানি শেষে অ্যাসাঞ্জের জামিন আবেদনটি খারিজ করে দেন বিচারক।

এদিকে জামিন আবেদন খারিজের পরই আবারও লিভটু জামিন আবেদন করেছেন অ্যাসাঞ্জের আইনজীবী। ওই আবেদনে আদালতের আদেশ বাতিলের আবেদন করে জনস্বার্থে হলেও তার মুক্তির দাবি জানান আইনজীবী।

উভয়পক্ষের শুনানি শেষে সর্বোচ্চ আদালত বলেন, আমি মনে করি না, অ্যাসাঞ্জের বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা উড্রো করতে হবে। বিচারক এমা আরবাথনট বলেন, ২০১২ সালে অ্যাসাঞ্জ জামিনের শর্তাবলী লঙ্ঘন করেছেন, তাই তাঁর বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা কোনভাবেই প্রত্যাখ্যান করা যায় না।

এদিকে ওই আদেশের পরই অ্যাসাঞ্জের আইনজীবীর করা আবেদনে উল্লেখ করা হয়, অন্তত জনস্বার্থে হলেও অ্যাসাঞ্জকে জামিন দিতে হবে। আদালত সেই আবেদন গ্রহণ করে আগামী মঙ্গলবার শুনানির দিন ধার্য করে।

উল্লেখ্য, জুলিয়ান অ্যাসাঞ্জ ২০১১ সালে গ্রেফতার এড়াতে লন্ডনের ইকুয়েডরের দূতাবাসে রাজনৈতিক আশ্রয় লাভ করেন। এদিকে সুইডেন তার ওপর থেকে গ্রেফতারি পরোয়ানা উড্রো করলেও, ব্রিটেনের পুলিশ তার বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা জারি রাখতে চাইছে। ২০১২ সালে নির্দিষ্ট সময়ের মধ্যে আদালতে হাজির না হয়ে জামিনের আবেদন না করায় তার বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা উড্রো করতে চাইছে না পুলিশ।

সূত্র: এএফপি
এমজে/