ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

কোনো গণগ্রেফতারের ঘটনা নেই: ডিএমপি কমিশনার [ভিডিও]

প্রকাশিত : ০৫:২৫ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০১৮ বুধবার | আপডেট: ১১:২৯ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০১৮ বুধবার

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জমান মিয়া বলেছেন, পুলিশের ওপর হামলাকারী এবং যারা অতীতে জ্বালাওপোড়াও করেছে ভিডিও ফুটেজে তাদের চিহ্নিত করে গ্রেফতার করা হচ্ছে। এটা গণগ্রেফতার নয়। এখানে কোনো গণগ্রেফতারের ঘটনা নেই।

বুধবার ডিএমপি হেডকোয়ার্টার্সে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।  এসময় তিনি আরও বলেন, ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে ঢাকায় বিএনপির সমর্থকদের গণগ্রেফতার করা হচ্ছে বলে যে অভিযোগ করা হচ্ছে তার কোনো ভিত্তি নেই।

কমিশনার বলেন, ‘৮ ফেব্রুয়ারির একটি রায়কে কেন্দ্র করে শহরজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ জানমালের নিরাপত্তা দেবে, নগরবাসীকে রক্ষার জন্য সব ধরনের প্রস্তুতি পুলিশের রয়েছে।’

অতিরিক্ত নিরাপত্তার পেছনে কোনো রাজনৈতিক নির্দেশনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে কমিশনার বলেন, ‘আইনে আছে পুলিশ জনগণের জানমালের নিরাপত্তা দেবে। এটি পুলিশের কাজের অংশ। যে কোনো ধরনের জ্বালাওপোড়াও রোধে পুলিশ নিরাপত্তা দেবে, এটা রাজনৈতিক নয়। যারা এর সঙ্গে রাজনৈতিক বিষয় জড়াচ্ছেন, বুঝতে হবে তারা পরোক্ষভাবে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টির ইন্ধন দিচ্ছেন।

উল্লেখ্য, আগামীকাল বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার দিন ধার্য রেখেছেন আদালত। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা বিরাজ করছে।

একে/টিকে