পিকেএসএফের ১৩ তলা বিক্রয় ভবন নির্মাণে চুক্তি
প্রকাশিত : ০৯:৩১ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০১৮ বুধবার
প্রান্তিক পর্যায়ের উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার ও বাজারজাতকরণের সুযোগ সৃষ্টির লক্ষ্যে রাজধানীতে স্থায়ী বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্র তৈরি করছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। যেখানে পিকেএসএফে`র সদস্যভুক্ত উদ্যোক্তারা বিনা ভাড়ায় পণ্য বিক্রির সুযোগ পাবেন। আর এজন্য রাজধানীর শ্যামলীতে নিজস্ব জমিতে ১৩ তলা বিশিষ্ট ভবন তৈরি করছে পিকেএসএফ।
পিকেএসএফ’র ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) ড. মো. জসীম উদ্দিন বলেন, ২১তলা ভিত্তির ওপর প্রাথমিকভাবে ১৩ তলা ‘পিকেএসএফ প্রদর্শনী ও বিক্রয় ভবন’ তৈরি হবে। ভবনটি নির্মাণের জন্য পিকেএসএফ ও কনকর্ড ইঞ্জিনিয়ার্স অ্যান্ড কন্সট্রাকশন লিমিটেডের সাথে একটি চুক্তি সই হয়েছে গত সোমবার। আগামী তিন বছরের মধ্যে এই ভবন নির্মাণের কাজ সম্পন্ন হবে।
ভবটিতে আধুনিক বিপণিবিতানের সব সুযোগ-সুবিধা থাকবে জানিয়ে পিকেএসএফএর ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) ড. জসীম উদ্দিন বলেন, ১৩ তলা ভবনটির ৯টি তলা প্রান্তিক উৎপাদকদের উৎপাদিত পণ্য প্রদর্শনের জন্য ব্যবহার হবে। যেখানে পিকেএসএফে`র সদস্যভুক্ত উদ্যোক্তারা বিনা ভাড়ায় পণ্য বিক্রি ও প্রদর্শনের সুযোগ পাবেন। গত বছরের ২৫ মার্চ ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পিকেএসএফের চেয়ারম্যান ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ।
প্রসঙ্গত, ১৯৯০ সালে বাংলাদেশ সরকার পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে। স্বাস্থ্য, শিক্ষা, যুব উন্নয়ন, প্রশিক্ষণ, উপযুক্ত অর্থায়ন, ভিক্ষুক পুনর্বাসন, সহায়ক শিক্ষাসহ নানা উন্নয়ন কর্মকাণ্ডের সমন্বয়ে টেকসইভাবে দারিদ্র্য বিমোচনে সহোযোগী সংস্থাদের নিয়ে কাজ করছে পিকেএসএফ।
আরকে//