মুমিনুলের প্রশংসায় চান্ডিমাল [ভিডিও]
প্রকাশিত : ০৯:৪৯ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০১৮ বুধবার | আপডেট: ১১:৫৬ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০১৮ বুধবার
টেস্ট ক্রিকেটের ইতিহাসে ৬৭তম খেলোয়াড় হিসেবে জোড়া সেঞ্চুরি করেছেন বাঁহাতি ব্যাটসম্যান মুমিনুল হক। প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে এক টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন তিনি।
ব্র্যাডম্যান-সোবার্স-গাভাস্কার-লারাদের কীর্তি স্পর্শ করা মুমিনুলের প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেট বিশ্বের অনেকেই। তবে প্রশংসাকারীদের তালিকায় এবার যোগ হলেন শ্রীলঙ্কার অধিনায়ক দিনেশ চান্ডিমালের নাম।
বৃহস্পতিবার শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে চান্ডিমাল বলেন, ‘মুমিনুল চট্টগ্রামে দুর্দান্ত খেলেছে। সে টেস্ট ক্রিকেটার হিসেবে খুব ভালো। সবচেয়ে বড় কথা, তার টেম্পারমেন্ট অসাধারণ। এক টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করা সহজ কাজ নয়। সে যা করেছে তা এক কথায় অসাধারণ। আমাদের বোলাররা তার বিপক্ষে তেমন সুযোগ তৈরি করতে পারেনি। আশা করি, ঢাকা টেস্টে তাকে দ্রুত ফেরাতে পারবো।’
শেষ টেস্টে মিরপুরে স্পিনারদের আধিপত্য থাকবে বলে মনে করেন চান্ডিমাল। চট্টগ্রামের মতো এখানে পিচ নিয়ে আক্ষেপ করতে হবে না বলেই তিনি মনে করেন, ‘পিচের দিকে তাকালেই বোঝা যাচ্ছে, এখানে ফল আসবে হবে। পিচ শুষ্ক, যা স্পিনারদের জন্য সুখবর হলেও ব্যাটসম্যানদের জন্য তেমন নয়। এখানে দুই দলের ব্যাটসম্যানদের বড় ধরনের চ্যালেঞ্জের সামনে পড়তে হবে। এই টেস্টে স্পিনারদের প্রভাব বেশি থাকবে।’
ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশকে হারিয়ে শিরোপা জিতেছিল শ্রীলঙ্কা। টেস্ট সিরিজেও সাফল্য পেতে আত্মবিশ্বাসী শ্রীলঙ্কার অধিনায়ক, ‘ঘরের মাঠ বাংলাদেশ খুব ভালো দল। তাদের ছোট করে দেখার উপায় নেই। তবে আমরা ওয়ানডের চেয়ে টেস্টে বেশি ভালো দল। আমাদের দলে অভিজ্ঞ ও তরুণ মিলে বেশ কয়েকজন ভালো খেলোয়াড় রয়েছে। পরিকল্পনার সঠিক বাস্তবায়ন করতে পারলে জেতা কঠিন হবে না আমাদের জন্য।’
কেআই/টিকে