ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

খালেদার সাজার রায়ে বিএনপি’র নিন্দা

প্রকাশিত : ০৩:১১ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৩:১২ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০১৮ বৃহস্পতিবার

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে পাঁচ বছরের সাজা দিয়েছে আদালত। আর এ রায়ে নিন্দা প্রকাশ করেছে বিএনপি’র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রায় ঘোষণার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ নিন্দা জানায় রিজভী। পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের কাছে এ প্রতিক্রিয়া জানায় রুহুল কবির রিজভী। তিনি বলেন, “একটি বিশেষ মহলকে খুশি করতেই খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছে। আগামী নির্বাচনে আমাদের নেত্রী যেন অংশ নিতে না পারেন সেকারণেই সরকারের আদেশে এমন সাজা দেওয়া হয়েছে। আমরা এ রায়ের বিষয়ে ধিক্কার জানাই, তীব্র নিন্দা জানাই”।

পাশাপাশি দলের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন আদালত চত্ত্বর থেকে সাংবাদিকদের বলেন, "রাজনৈতিক প্রতিহিংসার ফলাফলই এ রায়। আমরা ন্যায়বিচার পাইনি"।