ঢাকা, শনিবার   ২৮ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১৩ ১৪৩১

ভয়াবহ হতে পারে জিকা ভাইরাসের প্রভাব জানালেন ব্রাজিলের গবেষকরা

প্রকাশিত : ১০:৫৮ এএম, ২ মে ২০১৬ সোমবার | আপডেট: ১০:৫৮ এএম, ২ মে ২০১৬ সোমবার

ধারণার চেয়ে আরো অনেক বেশি ভয়াবহ হতে পারে জিকা ভাইরাসের প্রভাব। এবার ব্রাজিলের গবেষকরা এ তথ্য জানালেন। জিকা ভাইরাসে আক্রান্ত প্রতি ৫ জন গর্ভবতী নারীর মধ্যে অন্তঃত একজনের জন্ম দেয়া শিশু ধারণার চেয়ে অনেক মারাত্মক স্নায়বিক সমস্যার মুখোমুখি হতে পারে। কেবল মাইক্রোকেফ্যালি নামে স্নায়বিক রোগই নয়, ২০ শতাংশ শিশুরা আরো মারাত্মক প্রতিবন্ধকতার ভুগতে পারে বলে মনে করছেন তারা। তবে ব্রাজিলের বেশ কিছু এলাকায় জিকা ভাইরাসের প্রভাব কমতে শুরু করেছে বলেও জানান তারা। যদিও বিশ্বের অন্যান্য দেশগুলোতে এখনও বেড়ে চলছে এ ভাইরাসের প্রকোপ।