র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছে বিআইডিএস
প্রকাশিত : ০৭:৩১ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০১৮ বৃহস্পতিবার
দেশের উন্নয়ন কার্যক্রম মূল্যায়নকারী প্রতিষ্ঠান বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) এর কর্মতৎপরতার ভিত্তিতে বৈশ্বিক র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছে প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় প্রকাশিত ‘২০১৭ দ্য গ্লোবাল গো টু থিংক ট্যাংক ইনডেক্স রিপোর্ট’-এ বিশ্বের সেরা থিংক ট্যাংকগুলোর মধ্যে বিআইডিএসের অবস্থান ১০২তম, যা ২০১৬ সালে ছিল ১০৪তম।
প্রতিবেদনের তথ্যমতে, আন্তর্জাতিক উন্নয়ন গবেষণায় বিআইডিএসের অবস্থান ২৬তম অবস্থানে অবস্থান করছে। এক্ষেত্রে দেশের অন্য গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) অবস্থান ৮৮তম। এছাড়া দক্ষিণ-পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সিপিডির অবস্থান ১৬তম। তবে খাতভিত্তিক গবেষণায় এসব প্রতিষ্ঠানের মধ্যে বিশ্বের শীর্ষ সামাজিক নীতিবিষয়ক থিংক ট্যাংকের তালিকায় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক ২৫তম অবস্থানে রয়েছে। অন্যদিকে বেস্ট গভর্নমেন্ট এফিলিয়েটেড থিংক ট্যাংক ক্যাটাগরিতে বিআইডিএসের অবস্থান ২৮তম।
বিআইডিএসের মহাপরিচালক কেএএস মুরশিদ এ বিষয়ে বলেন, দেশের উন্নয়নবিষয়ক গবেষণা কয়েক দশক ধরেই প্রথাগতভাবে কয়েকটি ইস্যুকেন্দ্রিক হয়ে পড়লেও বিআইডিএস এ জায়গাটিতে পরিবর্তন এনেছে। মৌলিক গবেষণার পাশাপাশি নিয়মিত কনফারেন্স ও প্রকাশনা প্রকাশ করছে বিআইডিএস। এছাড়াও সব গবেষণা তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হচ্ছে বলেও জানান তিনি।
এমজে/