এতিমের টাকা খেয়ে ধরা পড়ে গেছে [ভিডিও]
প্রকাশিত : ০৯:৩৮ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ১১:০৬ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০১৮ বৃহস্পতিবার

প্রধানমন্ত্রী আরও বলেন, খালেদা জিয়ার আজকের শাস্তি অতীত দুর্নীতি এবং মানুষ পুড়িয়ে হত্যার শাস্তি। আজকের শাস্তি বিধাতার অমোঘ বিধানের শাস্তি। খালেদা জিয়ার দণ্ড সম্পর্কে মন্তব্য করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘মানুষের ওপর অত্যাচার করলে আল্লার আরশও কেঁপে যায়। যারা মানুষকে পুড়িয়ে হত্যা করেছে তার এমন বিচারই হয়।
প্রধানমন্ত্রী আজ বিকেলে বরিশাল নগরের বঙ্গবন্ধু উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন। তিনি বলেন, এতিমদের জন্য যে টাকা এসেছে, সে টাকা এতিমের কাছে চলে যাবে। কিন্তু সে টাকা এতিমদের কাছে যায়নি, সে টাকা গিয়েছে বিএনপি নেত্রী আর তাঁর কিছু দুর্নীতিবাজ নেতার পকেটে। তাই এতিমের টাকা খেয়ে ধরা পড়ে গেছে খালেদা।
বিএনপির রাজনৈতিক আদর্শ নিয়ে মন্তব্য করার সময় প্রধানমন্ত্রী বলেন, তারা ক্ষমতায় আসে এ দেশের সম্পদ লুটপাট আর মানুষকে অত্যাচার করতে। তারা আগুন দিয়ে, পেট্রলবোমা মেরে মানুষ হত্যা করেছে। এতিমদের টাকা পর্যন্ত তারা চুরি করেছে। আর এটাই হলো বিএনপির আদর্শ।
বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহর সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন। উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম প্রমুখ।
নির্বাচনী প্রচারের অংশ হিসেবে প্রায় ৬ বছর পর প্রধানমন্ত্রী বরিশাল সফরে যান। প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে পুরো বরিশাল শহর উৎসবের নগরীতে পরিণত হয়। শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে টাঙ্গানো তোরণ, ব্যানার, ফেস্টুনে ছেঁয়ে নগরী। সকাল থেকেই শহরের মধ্যে যান চলাচল বন্ধ হয়ে যায়। দলে দলে মানুষ যেতে থাকে জনসভাস্থলের দিকে। আর এ জনসভা একসময় রূপ নেয় জনসমুদ্রে।
এমজে/