ঢাকা, শনিবার   ২৮ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১৩ ১৪৩১

৭৪ জনের লিবিয়া যাওয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল

প্রকাশিত : ০১:৩৬ পিএম, ২ মে ২০১৬ সোমবার | আপডেট: ০১:৩৬ পিএম, ২ মে ২০১৬ সোমবার

বৈধ ভিসা ও ওয়ার্ক পারমিট থাকলেও ৭৪ জনের লিবিয়া যাওয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সেই সঙ্গে তাদের জমা দেয়া অর্থ ১০ শতাংশ সুদসহ ফেরত দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে ৪ বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। আগামী ৩ মাসের মধ্যে সংশ্লিস্ট এজেন্সিগুলোকে ৭৪ ব্যক্তির দেওয়ার নির্দেশ দেন আদালত। একই সঙ্গে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে অর্থ উদ্ধার করতে বলা হয়েছে। ভিসা পাওয়া ৭৪ ব্যক্তির লিবিয়া যাওয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনাপত্তিপত্র দেয়ার নির্দেশ দেয় হাইকোর্ট। যা স্থগিত করে ওই আদেশ দিয়েছেন আপিল বিভাগ। এতে করে ৭৪ ব্যাক্তি লিবিয়া যাওয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রয়েছে বলে জানান আইনজীবীরা। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।