দিনের শুরুতেই লিটনের বিদায়
প্রকাশিত : ১০:২৭ এএম, ৯ ফেব্রুয়ারি ২০১৮ শুক্রবার
আবদুর রাজ্জাক ও তাইজুলের স্পিনে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে শ্রীলংকাকে ২২২ রানে বেঁধে ফেলে বাংলাদেশ। মিরপুর টেস্টে ভালো করার ইঙ্গিত দিয়েছিল। কিন্তু দিনশেষে দ্রুত ৪ উইকেট হারিয়ে সেই আশা মিলিয়ে যায়। দ্বিতীয় দিনের শুরুতেই উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাশকে হারিয়ে চাপ আরও বাড়ে টাইগারদের ওপর।
শ্রীলংকার স্কোর টপকাতে হলে এ মুহূর্তে জুটি গড়তে হবে। মিডলঅর্ডারদের সাপোর্ট দিতে হবে টেল অ্যান্ডারদের। এক্ষেত্রে মাহমুদুল্লাহ, সাব্বির ও মিরাজকে দায়িত্বশীল ইনিংস খেলতে হবে।
গতকাল প্রথম দিনে দাপট দেখান স্পিনার। স্পিন সহায়ক উইকেটেও শ্রীলংকার সিমার লাকমাল ঝলক দেখাচ্ছেন। দিনের শুরুতে লিটনকে (২৫)বোল্ড করে ফেরান। বাংলাদেশের ৫ উইকেটের ৩ উইকেটই নেন লাকমল।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের প্রথম দিন থেকেই টার্ন পাচ্ছে স্পিনাররা। খানিকটা বাউন্সও পাচ্ছেন স্পিনাররা। তবে আনপ্লেয়েবল নয়। বলের গুণাগুণ বিচার করে খেললে রান পাওয়া সম্ভব। শ্রীলংকার কুশল মেন্ডিস ও রোশেন সিলভা তা ভালোভাবেই দেখিয়েছেন।
এরপরও উইকেট কিন্তু আনপ্লেয়েবল নয়। গতকাল দিনের শেষভাগে বাংলাদেশের যে ৪টি উইকেট গিয়েছে তাতে বোলারের কৃতিত্বের চেয়ে ব্যাটম্যানের দায় বেশি। এই উইকেটে দায়িত্বশীল ব্যাটিংয়ে রান পাওয়া সম্ভব।
এর আগে প্রথম ইনিংসে ২২২ রানে অল-আউট হয় শ্রীলঙ্কা। জবাবে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ৫৬ রান তুলে দিন শেষ করে বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভার থেকেই উইকেট হারাতে থাকে স্বাগতিক দল। দলীয় ৪ রানে ওভারে সুরঙ্গা লাকমালের বলে কট অ্যান্ড বোল্ড হয়ে যান তামিম ইকবাল (৪)। পরের ওভারেই দৃষ্টিকটুভাবে রান-আউট হয়ে যান চট্টগ্রাম টেস্টে জোড়া সেঞ্চুরি করা মুমিনুল হক (০)। দলীয় ১২ রানে সেই লাকমলের বলে বোল্ড হয়ে ফিরে যান মুশফিকুর রহিম (১)।
এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশ দলের স্কোর ৮৩/৫। উইকেটে আছেন অধিনায়ক মাহমুদুল্লাহ ৪ রানে এবং মিরাজ ২৭ রানে। শ্রীলংকার প্রথম ইনিংস থেকে এখনও ১৩৯ রানে পিছিয়ে বাংলাদেশ।
সূত্র : ইএসপিএন ক্রিকইনফো।
/ এআর /