ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪,   কার্তিক ২০ ১৪৩১

ই-সিগারেটে নিউমোরিয়ার ঝুঁকি

প্রকাশিত : ১১:০১ এএম, ৯ ফেব্রুয়ারি ২০১৮ শুক্রবার

ই-সিগারেটে রয়েছে নিউমোনিয়ার ঝুঁকি। নতুন এক গবেষণায় এমনটিই উঠে এসেছে। গবেষণায় বলা হয়েছে ইলেকট্রনিক সিগারেট মানুষের শরীরে ব্যাকটেরিয়াল ইনফেকশন বাড়ায়।
গবেষণাটি করেছেন লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটির একদল গবেষক। আর তাঁদের গবেষণা প্রতিবেদনটি গতকাল বৃহস্পতিবার ‘ইউরোপিয়ান রেসপাইরেটরি’ সাময়িকীতে ছাপা হয়েছে। তাতে বলা হয়েছে, বাষ্পীকরণ বা ভ্যাপিংয়ের কারণে নিউমোনিয়ার ব্যাকটেরিয়া খুব সহজেই বায়ু চলাচলের রাস্তায় আটকে থাকতে পারে এবং ফুসফুসকে আক্রমণ করতে পারে।
গবেষকরা বলেন, তাঁরা মানুষ ও ইঁদুরের ওপর গবেষণা চালিয়ে বিষয়টির প্রমাণ পেয়েছেন। সেখানে দেখা গেছে, যারা ভ্যাপিংয়ে অভ্যস্ত, তাদের নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি অন্যদের চেয়ে প্রায় দ্বিগুণ বেশি।
গবেষক দলে ছিলেন অধ্যাপক জনাথন গ্রিগ। তিনি বলেন, দীর্ঘদিন ইলেকট্রনিক সিগারেট ব্যবহার করলে ফুঁসফুঁসে ইনফেকশন হতে পারে। তিনি আরো বলেন, অনেকেই মনে করেন, ই-সিগারেট মানেই নিরাপদ কিন্তু না। আমাদের গবেষণা বলছে, ই-সিগারেট শরীরে অনেক নেতিবাচক প্রভাব ফেলে।
সূত্র : মিরর ডট কম।