রাজ্জাকের পর তাইজুলের আঘাত
প্রকাশিত : ০১:২০ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০১৮ শুক্রবার | আপডেট: ০৬:৫৬ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০১৮ শুক্রবার
ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে ১১২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার উদ্বোধনী জুটি ভালোই খেলছিল। শ্রীলঙ্কার এ জুটিতে প্রথম আঘাত হানেন আবদুর রাজ্জাক। তার সঙ্গে যুক্ত হলেন তাইজুল। এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার দুই উইকেট হারিয়ে ৫৩ রান সংগ্রহ করেছে।
প্রথম সেশনে শ্রীলঙ্কার দাপট
দ্বিতীয় দিনের প্রথম সেশনে দাপট দেখিয়েছেন শ্রীলঙ্কার বোলাররা। এই সেশনে বাংলাদেশের শেষ ৬ উইকেট তুলে নিয়েছে তারা। লাঞ্চের আগে দুই ওভার ব্যাটিং করে কোনো উইকেটও হারায়নি সফরকারীরা। লাঞ্চ বিরতিতে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার সংগ্রহ বিনা উইকেটে ৯ রান। প্রথম ইনিংসের ১১২ রানের লিড বেড়ে হয়েছে ১২১।
৩ রানে পড়ল শেষ ৫ উইকেট!
দ্বিতীয় দিনের প্রথম সেশনটাও খেলতে পারল না বাংলাদেশ। ৪ উইকেটে ৫৬ রান নিয়ে দিন শুরু করতে নেমে লাঞ্চের ১৫ মিনিট আগে ১১০ রানেই অলআউট হয়েছে স্বাগতিকরা। ১০৭ থেকে ১১০, ৩ রানেই শেষ ৫ উইকেট হারিয়েছে বাংলাদেশ! আগের দিন ‘নাইটওয়াচম্যান’ হিসেবে নামা মেহেদী হাসান মিরাজ শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৩৮ রানে। যেটি আবার ইনিংস সর্বোচ্চ রান। সুরঙ্গা লাকমাল ও অভিষিক্ত আকিলা ধনঞ্জয়া নিয়েছেন ৩টি করে উইকেট। দিলরুয়ান পেরেরা পেয়েছেন ২ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ প্রথম ইনিংস: ৪৫.৪ ওভারে ১১০ (তামিম ৪, ইমরুল ১৯, মুমিনুল ০, মুশফিক ১, লিটন ২৫, মিরাজ ৩৮*, মাহমুদউল্লাহ ১৭, সাব্বির ০, রাজ্জাক ১, তাইজুল ১; ধনঞ্জয়া ৩/২০, লাকমাল ৩/২৫, দিলরুয়ান ২/৩২)।
এসএইচ/