মুস্তাফিজ ফেরালেন গুনাথিলাকাকে
প্রকাশিত : ০২:১৭ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০১৮ শুক্রবার | আপডেট: ০৬:৫৬ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০১৮ শুক্রবার
ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে ১১২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে শ্রীলঙ্কা। প্রথম স্পেলে বোলিং করেছিলেন মাত্র এক ওভার। ২৬তম ওভারে মুস্তাফিজুর রহমানকে দ্বিতীয়বারের মতো আক্রমণে আনেন অধিনায়ক মাহমুদউল্লাহ। দ্বিতীয় স্পেলে ফিরে প্রথম ওভারেই দলকে সফলতা এনে দিয়েছেন মুস্তাফিজ। বাঁহাতি পেসারের কাটারে বিভ্রান্ত দানুসকা গুনাথিলাকা হয়েছেন এলবিডব্লিউ (১৭)। শ্রীলঙ্কার স্কোর তখন ৩ উইকেটে ৮০।
ধনঞ্জয়াকে ফেরালেন তাইজুল
শ্রীলঙ্কা শিবিরে দ্বিতীয় আঘাতটা হেনেছেন তাইজুল ইসলাম। বাঁহাতি স্পিনারের বলে বোল্ড হয়েছেন ধনঞ্জয়া ডি সিলভা (২৮)। শ্রীলঙ্কার সংগ্রহ তখন ২ উইকেটে ৫৩। দিমুথ করুনারত্নের সঙ্গে যোগ দিয়েছেন দানুসকা গুনাথিলাকা।
উদ্বোধনী জুটি ভাঙলেন রাজ্জাক
দারুণ ফর্মে থাকা কুশল মেন্ডিসকে ফিরিয়ে শ্রীলঙ্কার উদ্বোধনী জুটি ভেঙেছেন আব্দুর রাজাক। বাঁহাতি স্পিনারের বলে এলবিডব্লিউ হয়েছেন শ্রীলঙ্কার ওপেনার (৭)। সফরকারীদের সংগ্রহ তখন ১ উইকেটে ১৯ রান। দিমুথ করুনারত্নের সঙ্গে যোগ দিয়েছেন ধনঞ্জয়া ডি সিলভা।
প্রথম সেশনে শ্রীলঙ্কার দাপট
দ্বিতীয় দিনের প্রথম সেশনে দাপট দেখিয়েছেন শ্রীলঙ্কার বোলাররা। এই সেশনে বাংলাদেশের শেষ ৬ উইকেট তুলে নিয়েছে তারা। লাঞ্চের আগে দুই ওভার ব্যাটিং করে কোনো উইকেটও হারায়নি সফরকারীরা। লাঞ্চ বিরতিতে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার সংগ্রহ বিনা উইকেটে ৯ রান। প্রথম ইনিংসের ১১২ রানের লিড বেড়ে হয়েছে ১২১।
৩ রানে পড়ল শেষ ৫ উইকেট!
দ্বিতীয় দিনের প্রথম সেশনটাও খেলতে পারল না বাংলাদেশ। ৪ উইকেটে ৫৬ রান নিয়ে দিন শুরু করতে নেমে লাঞ্চের ১৫ মিনিট আগে ১১০ রানেই অলআউট হয়েছে স্বাগতিকরা। ১০৭ থেকে ১১০, ৩ রানেই শেষ ৫ উইকেট হারিয়েছে বাংলাদেশ! আগের দিন ‘নাইটওয়াচম্যান’ হিসেবে নামা মেহেদী হাসান মিরাজ শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৩৮ রানে। যেটি আবার ইনিংস সর্বোচ্চ রান। সুরঙ্গা লাকমাল ও অভিষিক্ত আকিলা ধনঞ্জয়া নিয়েছেন ৩টি করে উইকেট। দিলরুয়ান পেরেরা পেয়েছেন ২ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ প্রথম ইনিংস: ৪৫.৪ ওভারে ১১০ (তামিম ৪, ইমরুল ১৯, মুমিনুল ০, মুশফিক ১, লিটন ২৫, মিরাজ ৩৮*, মাহমুদউল্লাহ ১৭, সাব্বির ০, রাজ্জাক ১, তাইজুল ১; ধনঞ্জয়া ৩/২০, লাকমাল ৩/২৫, দিলরুয়ান ২/৩২)।
এসএইচ/