ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

‘ভালোবাসা নেই পাকিস্তানে’

প্রকাশিত : ০৪:০৭ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০১৮ শুক্রবার

বিশ্বের সর্বত্রই ভ্যালেন্টাইনস ডে’র জ্বর এখন তুঙ্গে। কিন্তু পাকিস্তানে যেন সবই বিপরীত। কারণ ভালোবাসা সেলিব্রেশনে এই দেশে প্রবল আপত্তি। তাই ভালোবাসা দিবসে সারা বিশ্বের তরুণ-তরুণীরা যখন নিজেদের ভাব-ভালোবাসা প্রকাশে মেতে উঠবে, তখন দেশটিতে থাকবে না কোনো উৎসব আয়োজন।

একেবারে সরকারি স্তর থেকে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। টেলিভিশন-রেডিওতে এধরনের প্রচার-প্রচারণাও নিষিদ্ধ করেছে পাকিস্তান সরকার। ২০১৭ সালে ইসলামাবাদ হাইকোর্টের এক নির্দেশের কথা স্মরণ করিয়ে গত বুধবার সম্প্রচারে এ নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি।

সূত্র: আলজাজিরা

একে// এআর