ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

খালেদা জিয়াকে দেখতে সাবজেলে চার আত্মীয়

প্রকাশিত : ০৬:০২ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০১৮ শুক্রবার

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করার জন্য আজ বিকেলে তাঁর ভাইসহ চার আত্মীয় সাবজেলে গিয়েছেন। শুক্রবার বিকাল ৩টা ৩৫ মিনিটে চারজন সাবজেলে প্রবেশ করেন বলে  জানিয়েছেন জ্যেষ্ঠ জেল সুপার জাহাঙ্গীর আলম।

এই চারজন হচ্ছেন ছোট ভাই শামীম এস্কান্দার, তাঁর স্ত্রী ও ছেলে এবং খালেদা জিয়ার বোন সেলিনা ইসলাম। বাসা থেকে এই চারজনকে কারাফটকে নিয়ে আসেন বিএনপি নেতা ব্যারিস্টার মীর হেলাল। তিনি জানান, শামীম এস্কান্দার বেরিয়ে এসে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন।

মীর হেলাল গণমাধ্যমকে বলেন, ‘খালেদা জিয়ার পরিবারের সঙ্গে আমি কারাফটক পর্যন্ত এসেছি। জেল কর্তৃপক্ষের কাছে আবেদনের পর তাঁরা পরিবারের চারজন সদস্যকে প্রবেশের অনুমতি দিয়েছে।’

সঙ্গে কিছু নিয়ে এসেছেন কি না জানতে চাইলে মীর হেলাল বলেন, ‘তাঁরা কিছু খাবার নিয়ে এসেছেন, তবে ভেতরে নিয়েছেন কি না বলতে পারছি না।’

গতকাল দুপুরে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন বিশেষ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান রায়। এ সময় উপস্থিত ছিলেন খালেদা জিয়া, মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সলিমুল হক কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ।

এই রায়ে বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ বাকি আসামিদের ১০ বছর করে কারাদণ্ড এবং দুই কোটি ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রায় ঘোষণার পর পরই কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে পুরান ঢাকার পুরোনো কারাগারে নিয়ে যাওয়া হয়।

কেআই/ এআর