ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

দাম বেড়েছে চাল-তেলের, মাছ-সবজিতে স্বস্তি

প্রকাশিত : ০৬:১৬ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০১৮ শুক্রবার

বেড়েই চলেছে চালের দর। এক সপ্তাহের ব্যবধানে ৬০ টাকার মিনিকেটের দাম বেড়েছে কেজিতে দুই টাকা। মোটা চালের দামও বাড়তির দিকে। বোতলজাত সয়াবিন তেলের দামও বেড়েছে লিটারে দুই থেকে চার টাকা। তবে কিছুটা স্বস্তি ফিরেছে মাছ ও সবজির বাজারে।

রাজধানীর কাঁচাবাজার সরেজমিন দেখা যায়, রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজারে ছুটির দিনে ক্রেতা যেমন বেশি তেমনি পণ্যের সরবরাহও বেশ। বাজারে চালের দাম গেলো সপ্তাহের চেয়ে কেজিতে ১ থেকে ২ টাকা বেড়েছে।

এদিকে এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে সয়াবিন তেলের দাম। লিটারে দুই থেকে ৫ টাকা বেড়েছে। তবে বাজারে খাল বিল নদী ও পুকুরের মাছের সরবরাহ বেশ ভালো। সাগরেও ইলিশ ধরা পড়ছে, তাই বাজারে উঠেছে রুপালি ইলিশ। সে কারণে মাছের দামে স্বস্তিতে ক্রেতারা।

অন্যদিকে মাছের মতো সবজির বাজারও ক্রেতার নাগালের মধ্যেই। কয়েক সপ্তাহ ধরে চড়া দামে থাকা পেঁয়াজের দাম কেজিতে ৪ থেকে ৫ টাকা কমেছে। পাশাপাশি সবজির দামও কমেছে কেজিতে ৫ থেকে ১০ টাকা।

এছাড়া বাজারে খাসির মাংস ৭শ ও গরুর মাংস কেজি প্রতি ৪৮০ থেকে ৫শ টাকায় বিক্রি হচ্ছে।

 

ভিডিও লিংক: https://www.youtube.com/watch?v=Y1jmqp6K-L0