ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৯ ১৪৩১

জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী মিরাজ

প্রকাশিত : ১০:০৬ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০১৮ শুক্রবার

ঢাকা টেস্টের তৃতীয় দিনের (আগামীকাল) শুরুতেই শ্রীলংকার দুই উইকেট শিকার করতে পারলেই ম্যাচে ফেরা সম্ভব বলে মনে করেন মেহদী হাসান মিরাজ। সেই সাথে এই জয়ের ব্যাপারেও বেশ আত্মবিশ্বাসী তিনি।

যদিও এই টেস্টে বেশ ভালোভাবেই চালকের আসনে আছে সফরকারী শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ২০০ রান। আর তাতেই ৩১২ রানের লিড নিয়েছে সফরকারীরা। তৃতীয় দিনে যে এই লিড আরো বড় হচ্ছে তেমনটা সহজেই অনুমান করা যায়।

মিরপুরে এখন পর্যন্ত ৩০০ রান বা তার বেশি লক্ষ্য অতিক্রম করে জিততে পারেনি কোনো দলই।

দ্বিতীয় দিনের খেলা শেষে আজ সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, শ্রীলংকায় ২০০ প্লাস রান চেজ করে আমরা একটা ম্যাচ জিতেছি। এবার দেশের মাটিতে ৩০০ প্লাস রান চেজ করে কেন জিততে পারবো না। ব্যাটসম্যানরা একটু দ্বায়িত্ব নিয়ে খেললেই জেতা সম্ভব।

প্রথম ইনিংসে মাত্র তিন রানে শেষ পাচ উইকেটের পতন নিয়ে মিরাজ বলেন, প্রথম ইনিংসে যা হয়েছে তা ভুলে গিয়ে টপঅর্ডারের সবাই রান করতে পারলে টার্গেট যাই হোক তা চেজ করা যাবে।

 

দ্বিতীয় দিনে উইকেটে তেমন বেশি পরিবর্তন হয়নি, তবে বাংলাদেশের স্পিনাররা সেভাবে চাপ সৃষ্টি করতে পারেনি প্রতিপক্ষের উপর।

 

এমএইচ/টিকে