ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১

স্বচ্ছ ধারণার অভাব আর নিয়মতান্ত্রিক জটিলতায় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের সুবিধা নিতে পারছেন না শ্রমিকরা

প্রকাশিত : ০৫:০৪ পিএম, ২ মে ২০১৬ সোমবার | আপডেট: ০৫:০৪ পিএম, ২ মে ২০১৬ সোমবার

স্বচ্ছ ধারণার অভাব আর নিয়মতান্ত্রিক জটিলতায় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের সুবিধা নিতে পারছেন না শ্রমিকরা। সকালে জাতীয় প্রেসক্লাবে এক সেমিনারে এ অভিযোগ করেন বক্তারা। বক্তারা বলেন, বেশ কিছু কোম্পানি লভ্যাংশের ৫ শতাংশ কল্যাণ ফান্ডে জমা দিচ্ছেন না। তবে শ্রম সচিব মিকাইল শিপার জানান, শ্রমিক কল্যাণ ফান্ডের আবেদনসহ সব প্রক্রিয়া সহজ করার কথা ভাবছে সরকার। এখন পর্যন্ত এ ফান্ড থেকে ১ কোটি ৬৬ লাখ টাকা ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হয়েছে বলেও জানান তিনি। সেমিনারে উপস্থিত ছিলেন ছিলেন কর্মজীবী নারীর প্রতিষ্ঠাতা সভাপতি শিরিন আখতার, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক সৈয়দ আহম্মদ এবং অন্যরা।