টি-টোয়েন্টি দলে নতুন পাঁচ মুখ
প্রকাশিত : ০৩:৫৮ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৮ শনিবার | আপডেট: ১০:২৫ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৮ শনিবার
মিরপুর টেস্টে শোচনীয় হারের ক্ষত না শুকোতেই টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। ত্রিদেশীয় সিরিজে আঙুলে চোট পাওয়া সাকিব আল হাসানকে ফেরানো হয়েছে স্কোয়াডে। এ ছাড়া ফিরেছেন ওপেনার সৌম্য সরকারও। দল পাঁচ নতুন মুখ রেখে চমকে দিয়েছে টিম ম্যানেজমেন্ট।
ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আঙুলে চোট পেয়েছিলেন সাকিব। এ কারণে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে তিনি খেলতে পারেননি। টি-টোয়েন্টি সিরিজ দিয়ে তিনি ফিরবেন বাংলাদেশ দলে। গত বছরের অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সফরে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে সর্বশেষ জাতীয় দলে খেলেছেন সৌম্য সরকার। বৃহস্পতিবার শেরেবাংলা স্টেডিয়ামে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।
বাংলাদেশ দলে পাঁচ নতুন মুখ হলেন—আবু জায়েদ রাহি, আরিফুল হক, মেহেদী হাসান, জাকির হাসান, আফিফ হোসেন। গত বিপিএলে দারুণ পারফরম্যান্স করেছেন এ পাঁচ তরুণ। এর মধ্যে নিউজিল্যান্ডে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সেরা পারফরম্যান্স করেছেন আফিফ।
প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ স্কোয়াড: তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাইফউদ্দিন, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহি, আরিফুল হক, মেহেদী হাসান, জাকির হাসান ও আফিফ হোসেন।
এসএইচ/