ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

কর্মসূচি নির্ধারণে বিএনপি নেতারা বসছেন আজ

প্রকাশিত : ০৩:৫৯ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৮ শনিবার

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবন্দি হওয়ার দুই দিন পর কর্মসূচি ঠিক করতে বৈঠকে বসতে যাচ্ছেন বিএনপি নেতারা। আজ সন্ধ্যায় গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক বসবে বলে জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, আজ শনিবার সন্ধ্যায় দলের স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও যুগ্ম মহাসচিবদের বৈঠক হবে। বৈঠকে সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা এবং পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

গতকাল শুক্রবার দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান গুলশানের কার্যালয়ে নিজেদের মধ্যে আলোচনা করেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার খালেদা জিয়া কারাগারে বন্দি হওয়ার পর এটাই বিএনপি নেতাদের আনুষ্ঠানিক প্রথম বৈঠক। খালেদা জিয়ার সাজার প্রতিবাদে গতকাল শুক্রবার এবং আজ শনিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি দেয় বিএনপি। হরতালের মতো কোনো কর্মসূচি না দিয়ে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবে বলে জানিয়েছে দলটি। এ ছাড়া খালেদা জিয়ার রায়ের বিরুদ্ধে আগামীকাল রোববার হাই কোর্টে আপিল করার প্রস্তুতি রয়েছে বিএনপির আইনজীবীদের।

একে// এআর