ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৯ ১৪৩১

ইতিহাস সৃষ্টি করতেই এসেছি : নেইমার

প্রকাশিত : ০৪:১২ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৮ শনিবার

সময়টা দারুণ যাচ্ছে ব্রাজিলিয়ান তারকা নেইমারের। ফুটবল বিশ্বের অন্যতম সেরা ক্লাব বার্সেলোনা থেকে তিনি বিদায় নিয়েছেন প্রায় ৬ মাস আগে। ২২২ মিলিয়ন ইউরোর ট্রান্সফার রেকর্ড গড়ে পাড়ি জমিয়েছেন ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট-জার্মেইতে (পিএসজি)। আর তারই জের ধরে নেইমার জানালেন, ইতিহাস সৃষ্টি করতেই পিএসজি’তে এসেছেন তিনি।

নেইমার বলেন, ‘একজন খেলোয়াড় সব সময়ই তার ক্লাবের হয়ে ইতিহাস গড়তে চায়। আমি এখন পিএসজি’তে এসেছি। আর এ কারণে ক্লাবটির সাথে ইতিহাস সৃষ্টি করতে চাই।’

এরই মধ্যে পিএসজি’র জার্সিতে নিজেকে মেলে ধরেছেন এই ফুটবলার। ফ্রেঞ্চ লিগ ওয়ানে এরই মধ্যে ১৭ ম্যাচে করেছেন ১৮ গোল। এ ছাড়াও অ্যাসিস্ট করেছেন ১১টি গোলে।

তবে এটা মাত্র শুরু বলে দাবি করেন নেইমার। তিনি বলেন, ‘এটা তো মাত্র শুরু। আমি শুধু আমার নিজের খেলাটা খেলতে চেষ্টা করছি। আমার খেলার পদ্ধতি হচ্ছে, গোল করার চেষ্টা করা এবং অন্যদের অ্যাসিস্ট করা। আমি এখানে এসেছি ভালো ফুটবল খেলতে ও গোল করতে। বিশেষ করে এডিনসন কাভানি, এমবাপে, ডি মারিয়ার মতো খেলোয়াড়রা যখন আক্রমণভাগে থাকে। আমরা প্রত্যেকেই একে অন্যের জন্য কঠোর পরিশ্রম করছি্। এ ছাড়াও সুযোগ সৃষ্টি করছি এবং গোল করে ম্যাচ জিতে নিচ্ছি।’

একে// এআর