রাজনীতিবিদ হতে হলে কারাবরণ করতে হয়: স্বাস্থ্যমন্ত্রী
প্রকাশিত : ০৪:৩০ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৮ শনিবার

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, রাজনীতির কারণে এক সময় আমরাও কারাবরণ করেছি। রাজনীতিবিদ হতে হলে কারাবরণ করতে হয়।
শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে প্রয়াত সুরঞ্জিত সেন গুপ্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আয়োজনে আলোচনা সভায় খালেদা জিয়ার দিকে ইঙ্গিত করে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে দেশে কোনো রাজনৈতিক সংকট নেই। দেশে দীর্ঘ দিন কোনো আইনের শাসন ছিল না। আমরা কয়েক যুগ ধরে আইনের ছোঁয়া থেকে বঞ্চিত ছিলাম। ২১ আগস্ট গ্রেনেড হামলা বিচার আমরা পাইনি। তারও আগে বঙ্গবন্ধু হত্যা, জেল হত্যার কোনও বিচার পাইনি।’
বিএনপি আমলের সমালোচনা করে এই মন্ত্রী বলেন, খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিলেন তখন হাফিজ সাহেব আইনমন্ত্রী। আমরা অনেকবার বলেছি আইন সংশোধন করেন, বিচার করেন। কেউ আমাদের কথা শোনেননি। তারা কেউ আইনের ধারেকাছে যাননি।
তিনি বলেন, আগামী নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। সবাইকে নির্বাচনে আসতে হবে। কাউকে বাদ দিয়ে নির্বাচনে যাওয়ার কথা আমরা ভাবি না। জনগণ যাদের প্রতি রায় দেবেন, এই রায়ে বিশ্বাস রাখতে হবে।
এসি/