রাইমা সেনের বডিগার্ড জাহিদ হাসান
প্রকাশিত : ০৪:৩৮ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৮ শনিবার
শুটিং শুরু হয়েছে কলকাতার সিনেমা ‘সিতারা’র। এতে প্রধান চরিত্রে অভিনয় করছেন রাইমা সেন। আর এই রাইমার বডিগার্ড চরিত্রে রয়েছেন বাংলাদেশের অভিনেতা জাহিদ হাসান। ইতিমধ্যে শুটিংয়ে অংশ নিতে ভারতে অবস্থান করছেন তিনি। ভারতের কোচবিহারে সম্প্রতি সিনেমাটির শুটিং শুরু হয়েছে। ‘সিনেমাটি পরিচালনা করছেন আশীষ রায়। এতে বাংলাদেশ থেকে আরও রয়েছেন ফজলুর রহমান বাবু। অভিনয়ের পাশাপাশি গানেও কণ্ঠ দিয়েছেন তিনি।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, শুটিং এর জন্য তিস্তা নদীর চর জুড়ে তৈরি করা হয়েছে খড়ের ছোট ছোট বাড়ি। কয়েক দিন থেকেই মেখলিগঞ্জে অবস্থান করছে ওই সিনেমার শ্যুটিং ইউনিট।
পরিচালক বলেন, ‘সিনেমার অন্যতম মুখ্য চরিত্রে রয়েছেন রাইমা। তিস্তা নদীর চরে সিনেমার সত্তর শতাংশ শ্যুটিং হবে। বিভিন্ন দৃশ্য গ্রহণে স্থানীয়দের সহযোগিতা নিচ্ছি।’
সিনেমার একটি দৃশ্যে অভিনয়ের আমন্ত্রণ পেয়েছেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান ভূষণ সিংহ।
ভূষণ সিংহ বলেন, ‘পরিচালক ফোন করেছিলেন। একটি দৃশ্যে অভিনয়ের আমন্ত্রণ এসেছে। সন্মতি দিয়েছি।’
এছাড়া পরিচালক আরও জানিয়েছেন, খ্যাতনামা লেখক আবুল বাশারের উপন্যাস ‘ভোরের প্রসূতি’-র প্রেক্ষাপটকে সামনে রেখেই এই সিনেমার কাহিনি এগিয়েছে। সীমান্তের নানা ঘটনা পর্দায় ফুটিয়ে তোলা হবে। দেখানো হবে সেখানকার এক নারীর লড়াইয়ের কাহিনি। নির্মাতাদের দাবি, সিনেমাটি জনপ্রিয় হবে।
এসএ/