ইংল্যান্ডের ফুটবলার ডেভিড জেমস নিউজেন্টের জন্মদিন আজ
প্রকাশিত : ০৭:৩৬ পিএম, ২ মে ২০১৬ সোমবার | আপডেট: ০৭:৩৬ পিএম, ২ মে ২০১৬ সোমবার
ডেভিড জেমস নিউজেন্ট। ইংল্যান্ডের পেশাদার ফুটবলার। আর বর্তমানে খেলছেন মিডেলসব্রো ক্লাবে। ১৯৮৫ সালে আজকের এই দিনে ইংল্যান্ডের হাইটন শহরে জন্মগ্রন করেন তিনি। দর্শক আজ ডেভিড জেমস নিউজেন্টের জন্মদিনে জেনে নেই তাঁর ক্যারিয়ারের উল্লেখযোগ্য কিছু দিক।
পুরো নাম ডেভিড জেমস নিউজেন্ট। সবার কাছে ডেভিড নামেই বেশি পরিচিত এই ইংলিশ স্ট্রাইকার। ছোট থেকেই ফুটবলের প্রতি বেশ আগ্রহ ছিলো তাঁর। পরিবারের হাত ধরে পনের বছর বয়সেই লিভারপুল একাডেমী যোগ দেন ডেভিড। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। ২০০২ সালে যুব ক্যারিয়ারে খেলেছেন বারি ক্লাবে।
২০০২ সালে নতুন করে বয়সভিত্তিক দলে মাঠে নামেন বাবি ক্লাবের জার্সিতে। এই ক্লাবে খেলেছেন ২০০৫ সাল পর্যন্ত। এরপর দুই মৌসুমের জন্য খেলেন প্রেস্টন নর্থ এন্ড ক্লাবে। এই ক্লাবে ৯৪টি ম্যাচ খেলে গোল করেছেন ৩৩টি।
ক্যারিয়ারে ভালো খেলায় ডাক পেয়েছেন অনেক ক্লাব থেকেই। ২০০৭ সালে খেলেন পোটসমাউথ ক্লাবে। আর এই ক্লাবের হয়ে মাঝে ধারে খেলেন বার্নলি ক্লাবে। ২০১১ সালে যোগদেন লিস্টার সিটিতে। আর এই ক্লাবের হয়ে খেলেন সবচেয়ে বেশি ম্যাচ।
লিস্টার সিটি ক্লাবের জার্সিতে খেলেছেন ২০১৫ সাল পর্যন্ত। ৪ মৌসুমে ১৫৯টি ম্যাচ খেলে গোল করেছেন ৫৪টি। এরপর নতুন করে চুক্তিবদ্ধ হন মিডেলসব্রো ক্লাবে। আর ২০১৫ সাল থেকে খেলে যাচ্ছেন এই ক্লাবের সঙ্গে।
ক্লাব পর্যায়ের পাশাপাশি জাতীয় দলের জার্সিতেও খেলেছেন ডেভিড। ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত খেলেন ইংর্যান্ড অনুর্ধ্ব- ২১ দলে। আর ২০০৭ সালে মাঠে নামেন ইংল্যান্ডের জাতীয় দলে জাসিতে।