৭১ আরোহী নিয়ে রাশিয়ায় বিমান বিধ্বস্ত
প্রকাশিত : ০৮:২৫ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৮ রবিবার | আপডেট: ০৯:০৫ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৮ রবিবার
মস্কো থেকে ওরস্ক যাওয়ার পথে ৭১ আরোহী নিয়ে রাশিয়ার একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে থাকা কোনও যাত্রীর বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।
বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জরুরি সেবা সূত্রের বরাতে জানিয়েছে, সারাটভ এয়ারলাইন্সের এএন-১৪৮ বিমানটি মস্কো বিমানবন্দর থেকে যাত্রা শুরুর কয়েক মিনিটের মধ্যে রাডার থেকে হারিয়ে যায়। বিধ্বস্ত হওয়ার পর বিমানটির ৭১ জন আরোহীর কারোরই বেঁচে থাকার সম্ভাবনা নেই। আরোহীদের মধ্যে যাত্রী ৬৫ জন ও ক্রু ৬ জন।
খবরে বলা হয়েছে, মস্কো থেকে ৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে আগুনোভো এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়েছে।
রাশিয়ার পরিবহনমন্ত্রী মাকসিম সকোলভ ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন এবং তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে রুশ সংবাদমাধ্যম আরটি।
এসি/