ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

তানভীর-এভ্রিলের ‘তুমি ছাড়া ইম্পসিবল’

প্রকাশিত : ০৯:০৩ এএম, ১২ ফেব্রুয়ারি ২০১৮ সোমবার

আসছে ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত হয়েছে ‘তুমি ছাড়া ইম্পসিবল’ নামের একটি নাটক। এটি নির্মাণ করেছেন অভিনেত্রী, নাট্যকার ও নাট্যনির্দেশক রাশেদা আক্তার লাজুক।
নাটকে আরশ নামের চরিত্রে অভিনয় করেছেন ‘গহীন বালুচর’ খ্যাত অভিনেতা তানভীর এবং সারাহ চরিত্রে এভ্রিল। নাটকটিতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, সাবেরী আলম।
নাটকটি প্রসঙ্গে লাজুক বলেন, ‘এটি একটি রোমান্টিক গল্পের নাটক। মূলত বিশ্ববিদ্যালয়পড়ুয়া দু’জন তরুণ তরুণীর মধ্যকার গল্প নিয়েই নাটকটি নির্মাণ করা হয়েছে। আমি দু’বছর পর কোনো নাটক নির্মাণ করেছি। বেশ আন্তরিকতা, ভালোলাগা এবং যত্ন নিয়ে কাজটি করেছি। তানভীর এবং এভ্রিল দু’জনই নিজ নিজ চরিত্রে দারুণ অভিনয় করেছেন। তাই আমি কাজটি নিয়ে খুব আশাবাদী।’
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে তানভীর বলেন,‘ এটা আমার অভিনীত প্রথম নাটক। লাজুক ভাবী বেশ যত্ন নিয়ে একটি পারিবারিক পরিবেশের মধ্যদিয়ে কাজটি করেছেন। আমি ও এভ্রিল একসঙ্গে এবারই প্রথম কাজ করেছি। আমরা দু’জনই অভিনয়ের সময়টা বেশ উপভোগ করেছি।’
এভ্রিল বলেন,‘ একজন সন্তানকে মা যদি খুব বেশি আদর যত্ন করেন, বাইরের পরিবেশের সাথে মিশতে না দেন তাহলে সেই সন্তান কী সমস্যায় পড়তে পারে তা এই নাটকে বলা হয়েছে। লাজুক ভাবীর নির্দেশনায়য় প্রথম কাজ করেছি। তিনি মায়ের ভালোবাসা দিয়ে আমাদের আগলে রেখে অভিনয় করিয়েছেন। আমরা বেশ উপভোগ করেছি শুটিং-এর সময়টা।’
প্রসঙ্গত, লাজুক প্রখ্যাত চলচ্চিত্রকার আমজাদ হোসেনের সন্তান সাজ্জাদ হোসেন দোদুলের স্ত্রী। তার হাত ধরেই নির্মাতা হিসেবে মিডিয়ায় লাজুকের অভিষেক। সর্বশেষ তিনি দু’বছর আগে ‘রাইফেল মাঝি’ নাটকটি নির্মাণ করেছিলেন। তার নির্মিত প্রথম নাটক ছিল ২০০৬ সালে বিটিভিতে প্রচারিত ‘খড়ের পুতুল’।
১৪ ফেব্রুয়ারি রাত ১১টা ২৫ মিনিটে নাটকটি বাংলাভিশনে প্রচার হবে।
এসএ/