ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

ডিলারদের বিরুদ্ধে হতদরিদ্রদের জন্য ওএমএস এর চাল-আটা পাইকারি বাজারে বিক্রির অভিযোগ

প্রকাশিত : ১১:০৩ এএম, ৩ মে ২০১৬ মঙ্গলবার | আপডেট: ১১:০৩ এএম, ৩ মে ২০১৬ মঙ্গলবার

ডিলারদের বিরুদ্ধে হতদরিদ্রদের জন্য ওএমএস এর চাল-আটা পাইকারি বাজারে বিক্রির অভিযোগ উঠেছে চুয়াডাঙ্গায় । চাল ও আটার মান নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। তবে খাদ্য কর্মকর্তা ও ডিলাররা বলছেন, জীবন যাত্রার মান উন্নয়ন হওয়ায় মোটা চালে ক্রেতাদের আগ্রহ কম। জেলার ৪ উপজেলায় ২৮ ওএমএস ডিলারের মাধ্যমে চাল আটা বিক্রি হয়েছে। সপ্তাহের শনিবার ছাড়া প্রতিদিন ডিলার প্রতি ১ মেট্রিক টন চাল ও ১ মেট্রিক টন আটা বিক্রি করছেন। প্রতি কেজি চাল ১৫ ও আটা ১৭ টাকা দরে জন প্রতি পাবেন ৫ কেজি করে। কিন্তু সরকারের এ উদ্যোগে নেই কোনো প্রচার। আর প্রতিটি কেন্দ্রে ক্রেতাদের ভীড় না থাকলেও দিন শেষে খাতা কলমে সব চাল ও আটা বিক্রি দেখাচ্ছেন ডিলাররা। খাদ্য শস্য সংগ্রহ অভিযানের সময় সঠিক মান নির্ণয় ও তদারকি না থাকায় ওএমএসর চাল ও আটার মান নিয়ে প্রশ্ন তুলেছেন ডিলাররা। তবে জেলা খাদ্য কর্মকর্তা বলছেন, মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হওয়ায় মোটা চাল কিনছেন না ক্রেতারা।