ইসলামী ব্যাংকে নতুন ২ এএমডি
প্রকাশিত : ০৮:১৮ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৮ সোমবার
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে নিযুক্ত হয়েছেন মু. শামসুজ্জামান ও মুহাম্মদ মুনিরুল মওলা।
মু. শামসুজ্জামান বর্তমানে ব্যাংকের অপারেশন্স উইং প্রধান হিসেবে দায়িত্বপালন করছেন। এর আগে তিনি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৮৪ সালে ইসলামী ব্যাংকে প্রবেশনারী অফিসার হিসেবে যোগদান করেন এবং ব্যাংকের বিভিন্ন পদমর্যাদায় বিভিন্ন শাখা, জোন ও ডিভিশনে দায়িত্ব পালন করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
ব্যাংকের প্রথম রেমিট্যান্স আহরণকারী হিসেবে ১৯৯৫ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত বাহরাইনে দায়িত্ব পালন করেন তিনি। ইসলামিক ফাইন্যান্স ও ব্যাংকিং বিষয়ক বিভিন্ন সম্মেলনে যোগ দিতে তিনি সৌদি আরব, বাহরাইন, মালয়েশিয়া ও থাইল্যান্ড সফর করেন। ইসলামী ব্যাংকিং ও ফাইন্যান্স এবং এন্টি মানি লন্ডারিং অ্যান্ড কমবেটিং ফাইন্যান্সিং টেরোরিজম শীর্ষক বইসহ তিনি এ সংক্রান্ত কয়েকটি বইয়ের লেখক।
মুহাম্মদ মুনিরুল মওলা ব্যাংকের কর্পোরেট ইনভেস্টমেন্ট উইং প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও রিটেইল ইনভেস্টমেন্ট উইংপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৮৬ সালে প্রবেশনারি অফিসার হিসেবে যোগদানের পর বিভিন্ন পদমর্যাদায় ব্যাংকের বিভিন্ন শাখা, জোন ও ডিভিশনে দায়িত্ব পালন করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স ডিগ্রি লাভ করেন। এছাড়া ব্যাংকিং ও অর্থনীতি বিষয়ে ট্রেইনিং ও সেমিনারে অংশ নিতে বাহরাইন, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইতালি ও শ্রীলংকাসহ বিভিন্ন দেশ সফর করেন। তিনি দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ-এর ডিপ্লোমেড অ্যাসোসিয়েট। সংবাদ বিজ্ঞপ্তি।
আর/টিকে