ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৯ ১৪৩১

ক্রিকেটারদের ব্যর্থতায় দলের পরাজয়: সুজন

প্রকাশিত : ১০:৪৭ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৮ সোমবার | আপডেট: ০১:৪৩ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৮ বৃহস্পতিবার

বাংলাদেশ দলের কোচিং পদ্ধতিতে কোনো ঘাটতির জায়গা দেখছেন না দলের টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। তার মতে, আগের চেয়ে এবার কোচিং আরো ভালো হয়েছে। তবে তিনি ব্যর্থতার দায় দিচ্ছেন ক্রিকেটারদের।

শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্ট ড্র হলেও মিরপুর টেস্টে বাজেভাবে হারার কারণে সিরিজে হেরেছে টাইগাররা। টেস্ট সিরিজের আগে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে প্রথম তিন ম্যাচে বাংলাদেশ জিতলেও ফাইনালসহ শেষ দুই ম্যাচ হেরেছে।

প্রসঙ্গত, দেশের মাটিতে টানা দুই ব্যর্থতায় প্রশ্ন উঠছে কোচিং নিয়ে। হাথুরুসিংহে দায়িত্ব ছাড়ার পর উপযুক্ত কোচ খুঁজে পায়নি বিসিবি। তাই চলতি সিরিজে টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ আর সহকারী কোচ রিচার্ড হ্যালসল মিলে দল চালাচ্ছেন।

টানা ব্যর্থতায় খালেদ মাহমুদ আর সহকারী কোচ রিচার্ড হ্যালসলের বিষয়ে প্রশ্ন উঠলেও নিজেদের দায় দেখছেন না মাহমুদ। তিনি এ ব্যর্থতার জন্য ক্রিকেটারদের দায়ী করছেন।

খালেদ মাহমুদ বলেন, এ ব্যাপারটি কোচিং নিয়ে নয়, মানসিকতা নিয়ে। এর আগে দলে কোচিং যা হতো, এবার তার চেয়ে ভালো হয়েছে। কিন্তু কোচরা তো মাঠে খেলে না, মাছে খেলেন ক্রিকেটার। এই ছেলেরা আমাদের ম্যাচ জিতিয়েছে, এই ছেলেরাই এবার ম্যাচ হারিয়েছে।

তিনি বলেন, শ্রীলঙ্কার সাথে আমরা জিততে পারতাম। আমরা সুযোগ সৃষ্টি করেছিলাম। প্রথম ইনিংসে যখন ৬ উইকেটে ১১০ ছিল ওদের রান, তখন দিলরুয়ান পেরেরার ক্যাচ পড়ল, তখন হয়ত ওদেরকে ১৪০ রানে অলআউট করতে পারতম। পরে যদি মুমিনুল রান আউট না হতো, আমরা যদি ২২০ রানও করতাম, তাহলে ওই ৮০ রানের লিডই আমাদের ম্যাচ জেতাত। সেটা হয়নি।

আর/টিকে