যৌন কেলেঙ্কারি : অক্সফামের উপ-নির্বাহীর পদত্যাগ
প্রকাশিত : ০২:১০ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৮ মঙ্গলবার
কর্মীদের বিরুদ্ধে ওঠা যৌন কেলেঙ্কারিরর অভিযোগ স্বীকার করে পদত্যাগ করেছেন যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা অক্সফামের উপ-নির্বাহী কর্মকর্তা পেনি লরেন্স। সংস্থাটির বেশ কিছু কর্মীর বিরুদ্ধে যৌন অসদাচরণের অভিযোগ ওঠার পর পদত্যাগের ঘোষণা দিলেন তিনি।
সোমবার এক বিবৃতিতে লরেন্স বলেছেন, ‘শাদ ও হাইতিতে কর্মীদের আচরণ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। আর তা নিয়ে গত কয়েক দিন ধরে অবগত হয়েও আমরা এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছি।’
ব্রিটিশ সরকারের অর্থায়নে পরিচালিত এই দাতব্য সংস্থাটির কর্মীদের যৌন কেলেঙ্কারির ঘটনা প্রকাশিত হওয়ার পর সংস্থাটির অর্থায়ন বাঁচাতে মরিয়া প্রচেষ্টা চলছে। আর ঠিক এ সময়ই পদত্যাগের ঘোষণা দিলেন সংস্থাটির উপ-নির্বাহী কর্মকর্তা পেনি লরেন্স।
উল্লেখ্য, ২০১০ সালে হাইতিতে ভয়াবহ ভূমিকম্প হয়। পরে সেখানে ব্রিটিশ দাতব্য এ সস্থার একটি টিম পাঠানো হয়। চলতি সপ্তাহে ব্রিটেনের প্রভাবশালী দৈনিক দ্য টাইমস এক প্রতিবেদনে সেই সময় হাইতিতে নিযুক্ত অক্সফামের কান্টি ডিরেক্টর ও কর্মীদের যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ার সংবাদ প্রকাশ করে।
সূত্র: রয়টার্স।
একে// এআর