মুসলিম লীগ নেতাকে দলে ডাকলেন ইমরান খান
প্রকাশিত : ০৪:২৯ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৪:৪১ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৮ মঙ্গলবার
ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগের নেতা নিসার আলী খানকে দল ত্যাগ করে তেহরিক ইনসাফে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তেহরিক ই ইনসাফের প্রধান ও সাবেক বিশ্বকাপজয়ী ক্রিকেটার ইমরান খান।
আগামী নির্বাচনের আগে দল ত্যাগ করে পিটিআইয়ে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইমরান খান বলেন, নিসার আলী খান পিটিআইয়ে যোগ দিলে এটা দলের জন্য ভালো হবে।
এর আগে নিসার আলী খান এক বিবৃতিতে বলেন, দেশটির সাবেক প্রধামন্ত্রী নওয়াজ শরীফের ওপর তার আস্থা থাকলেও মরিয়ম নওয়াজ ও হামজা শাহবাজের ওপর তার কোন আস্থা নেই। তাই তাঁদের নেতৃত্ব কখনোই মেনে নেওয়া যাবে না বলেও ঘোষণা দেন উত্তরের এই নেতা।
এদিকে পিটিআইয়ে যোগ না দিলেও স্বতন্ত্রপ্রার্থী হিসেবে লড়লে তেহরিক-ই ইনসাফের পূর্ণ সমর্থন পাবেন নিসার আলী।
এদিকে গত শনিবার চৌধুরি নিসার আলী খান এক সংবাদ সম্মেলনে বলেন, দল তাঁর বিরুদ্ধে কি সিদ্ধান্ত নেন, তা দেখার পরই নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা ঘোষণা করবেন বলে জানিয়েছেন চৌধুরি নিসার আলী খান।
উল্লেখ্য, এর আগেও নওয়াজ শরীফ নিসার আলী খানকে দলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।
সূত্র: দ্য ডন
এমজে/