ফাস্ট ফুডে যেসব ক্ষতি হচ্ছে আপনার সন্তানের
প্রকাশিত : ০৫:১৪ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৮ মঙ্গলবার
বাইরের মুখরোচক খাবার বিশেষ করে বিভিন্ন অলিগলিতে গড়ে ওঠা ফাস্টফুডের দোকানের খাবার খেয়ে বাড়ছে রোগবালাই। শুধু শিশুরাই নয় তাদের অভিভাবকদেরও প্রিয় ফাস্টফুড।
এসব খাবারে মেশানো হয় নানা ধরনের কেমিক্যাল । চিকিৎসক ও পুষ্টিবিদরা বলছেন, ফাস্টফুডে একদিকে যেমন অর্থের অপচয় অন্যদিকে রয়েছে জটিল রোগের ঝুঁকি। এ অবস্থায় অস্বাস্থ্যকর খাবার না খাওয়ার পরামর্শ তাদের।
চিকিৎসক ও পুষ্টিবিদরা বলছেন, স্বাদ বাড়াতে খাবারে মেশানো হয় ক্ষতিকর রং। তাই সাবধানী হওয়ার পরামর্শ তাদের।
মাঝে মাঝেই এসব ফাস্টফুডের দোকানে ভেজালবিরোধী অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমান আদালত। এসব অভিযানে ক্ষতিকর কেমিক্যাল পাওয়া গেছে বলে জানান তারা। বিস্তারিত দেখুন ভিডিওতে।