টানা দরপতনের পর ঘুরে দাঁড়িয়েছে দেশের পুঁজিবাজার
প্রকাশিত : ০৩:২৮ পিএম, ৩ মে ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৩:২৮ পিএম, ৩ মে ২০১৬ মঙ্গলবার
টানা দরপতনের পর ঘুরে দাঁড়িয়েছে দেশের পুঁজিবাজার। মঙ্গলবার দেশের উভয় স্টক এক্সচেঞ্জে সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের দাম।
মঙ্গলবার ডিএসইতে লেনদেন হওয়া ৩১৬টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ২৬৩টি, কমেছে ২৯টির, আর ২৪টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল ৪০৫ কোটি ৮৫ লাখ টাকা। আর ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স ১০০ পয়েন্ট বেড়ে উঠে আসে ৪ হাজার ২৭২ পয়েন্টে। অন্যদিকে, সূচক বেড়েছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২৪০টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৯৩টির, কমেছে ৩২টির, আর ১৫টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আর মোট লেনদেন হয়েছে ২৩ কোটি ১৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।