ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

খালেদার মুক্তির দাবিতে অনশনে বিএনপি নেতাকর্মীরা

প্রকাশিত : ১১:০০ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৮ বুধবার

দুর্নীতি মামলায় দণ্ড নিয়ে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রতিকী অনশন শুরু করেছেন দলটির নেতাকর্মীরা।  এ উপলক্ষ্যে আজ বুধবার সকাল ১০টার কিছু সময় আগে থেকেই প্রেস ক্লাবের সামনে জড়ো হতে থাকেন দলটির নেতাকর্মীরা্। ২০ দলীয় জোটের নেতাকর্মীরা এতে অংশ নিচ্ছেন। কর্মসূচি চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এদিকে বিএনপির এই অনশনকে ঘিরে যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, সে জন্য সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রেসক্লাব ও আশপাশের এলাকায় রয়েছে অন্যদিনের তুলনায় বাড়তি পুলিশ। এছাড়া আছে সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা রয়েছেন।
এরইমধ্যে অনশনে উপস্থিত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, নিতাই রায় চৌধুরী, ডা. এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, যুবদল সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন, স্বেচ্ছাসেবক দল সভাপতি শফিউল বারী বাবু।
২০ দলের নেতাদের মধ্যে রয়েছেন- লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সেলিম, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল করিম, ন্যাপ-ভাসানীর মহাসচিব গোলাম মোস্তফা প্রমুখ।
প্রসঙ্গত গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি নেত্রী খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড দেন। এ ছাড়া দলটির দ্বিতীয় শীর্ষ নেতা তারেক রহমানসহ পাঁচ আসামিকে ১০ বছর করে কারাদণ্ড এবং দুই কোটি ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়। ওইদিনই খালেদা জিয়াকে গ্রেফতার করা হয়।

/ এআর /