মৌলভীবাজারে ২য় বিয়ে করার অভিযোগে গৃহসধূ একঘড়ে স্বামী ঘড়ছারা
প্রকাশিত : ০৯:৪০ এএম, ৪ মে ২০১৬ বুধবার | আপডেট: ০৯:৪০ এএম, ৪ মে ২০১৬ বুধবার
দ্বিতীয় বিয়ে করার অভিযোগে মৌলভীবাজারে গৃহবধূ টপি দেবনাথকে ৫ বছর ধরে একঘরে করে রেখেছেন সমাজপতিরা। ঘরছারা করা হয়েছে তার স্বামীকে। ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণেও নিষেধ করা হয়েছে। নিরুপায় ওই গৃহবধূ শরণাপন্ন হয়েছেন মানবাধিকার কমিশনের।
মৌলভীবাজারের কুলাউড়ার বিজলী গ্রামের টপি দেবনাথ এক ছেলেকে নিয়ে বিধবা হন সাড়ে ৫ বছর আগে। শ্বশুর বাড়িতে নানা গঞ্জনা সহ্য করে কাটান কয়েকমাস। পরে ছেলের ভবিষ্যতের কথা ভেবে সিদ্ধান্ত নেন দ্বিতীয় বিয়ের।
দ্বিতীয় বিয়েতে আপত্তি জানায় টপির চাচাতো ভাই ও গ্রাম্য মুরব্বিরা। তবে বিয়ের পর স্বামীকে নিয়ে বাবার বাড়িতে উঠেন টপি। কিন্তু ভয়ভীতি দেখিয়ে তার স্বামীকে তাড়িয়ে দেয়া হয়। সেই সঙ্গে ৫ বছর ধরে টপি ও তার পরিবারকে এক ঘরে করে রাখা হয়েছে।
টপি ও তার পরিবারকে গ্রাম্য শালিশে ডাকা হলেও তারা যাননি বলে দাবি করেছেন গ্রামের মুরুব্বিরা। আর এ কারণেই সামাজিক আচার অনুষ্ঠানে নিষিদ্ধ করার কথাও জানালেন তারা।
এ বিষয়ে মানবাধিকার কমিশনের মৌলভীবাজার শাখায় নালিশ করেছেন টপি দেবনাথ। এর ভিত্তিতে ৪ জনের নামে আইনগত নোটিশ পাঠিয়েছে মানবাধিকার কমিশন।
বাবার বাড়ির আশ্রয়ে থাকা টপি নিজের ছেলেকে নিয়ে মুক্তভাবে বাঁচতে চান। এজন্যে সংশ্লিস্টদের সহায়তা চেয়েছেন তিনি।