টি-টোয়েন্টিতে তামিম-মুশফিককে নিয়েও শঙ্কা
প্রকাশিত : ০৩:৫১ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৮ বুধবার | আপডেট: ০৯:২৭ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৮ বুধবার
ইনজুরি শঙ্কায় আগেই ছিটকে গেছেন টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। এবার তামিম ইকবাল ও মুশফিকুর রহিমকে নিয়েও দেখা দিয়েছে সংশয়। তাই শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ডাক পেয়েছেন মো. মিথুন। মুশফিক ও তামিম খেলতে পারবেন কিনা সেটা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তবে আগে ভাগেই বিকল্প হিসেবে উইকেট কিপার ব্যাটসম্যান মিথুন। এমন তথ্য জানা যায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সূত্রে।
মুশফিকুর রহিম ও তামিম ইকবালের খেলার সম্ভাবনা কতটুকু? এমন প্রশ্ন করা হয়েছিল টি-টোয়েন্টিতে দায়িত্বে থাকা মাহমুদউল্লাহ রিয়াদকে। এ নিয়ে বুধবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে তিনি আশার বাণীই শোনালেন, গতকাল হঠাৎ ওর তামিম বাই সেপসে কিছুটা টান অনুভব করে বসে। তাই ওর জন্যে এখনও সেরা একাদশ ফিরে পেতে অপেক্ষা করছি। পাশাপাশি মুশফিকুর রহিমের ব্যাপারটাও আছে। আশা করছি ওদের দুজনকেই কালকের ম্যাচে পাবো। আমরা অপেক্ষা করছি।
কিন্তু আজ বুধবার ওই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওই কর্মকর্তা তাদের খেলা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে।
এসএইচ/