ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

ডোনাল্ড ট্রাম্পের জয়ের ধারা অব্যাহত

প্রকাশিত : ১০:৫০ এএম, ৪ মে ২০১৬ বুধবার | আপডেট: ১০:৫০ এএম, ৪ মে ২০১৬ বুধবার

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়নের লড়াইয়ে এবার ইন্ডিয়ানা রাজ্যে জয়ের ধারা অব্যাহত রেখেছেন রিপাবলিকানের ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ডেমোক্রেকিট দলে হিলারি ক্লিনটনকে হারিয়ে জয় পেয়েছেন বার্নি স্যান্ডার্স। ইন্ডিয়ানায় ৫৩ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন ট্রাম্প। তার প্রতিদ্বন্দ^ী প্রার্থী টেড ক্রুজ পেয়েছেন ৩৬ শতাংশ ভোট। আর এ হারের পর মনোনয়নের লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ক্রুজ। অন্যদিকে ডেমোক্রেটিক শিবিরে ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স ৫২ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হলেও চূড়ান্ত মনোনয়নের জন্য ডেলিগেটের সংখ্যায় হিলারির চেয়ে এখনও অনেকখানি পিছিয়ে রয়েছেন তিনি। এ নিয়ে ১৮ রাজ্যে জয়ে তার ডেলিগেট সংখ্যা ১ হাজার ৩শ ৯৯তে পৌঁছেছে। হিলারির সঙ্গে তার ডেলিগেটের সংখ্যার ব্যবধান ৯শ’ ২ আর চূড়ান্ত মনোনয়নের জন্য প্রয়োজন আরো ৯৮৪ ডেলিগেট।