টি-টোয়েন্টিতেও আমরাই ফেভারিট: মাহমুদউল্লাহ
প্রকাশিত : ০৯:২৪ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৮ বুধবার | আপডেট: ০১:৪২ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৮ বৃহস্পতিবার
সফরকারী শ্রীলঙ্কার সাথে ত্রিদেশীয় সিরিজের ফাইনালসহ শেষ দুই ম্যাচ হেরেছে বাংলাদেশ দল। এরই মধ্যে আগামীকাল (বৃহস্পতিবার) দুই ম্যাচের টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। এ টি-টোয়েন্টিকে সামনে রেখে নিজেদের এগিয়ে রাখছেন বাংলাদেশ টি-টোয়েন্টির ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
এ সম্পর্কে মাহমুদউল্লাহ বলেন, “আমি সব সময়ই বলি, ঘরের মাটিতে আমরা যার বিপক্ষেই খেলি না কেন, আমাদের দলকে এগিয়ে রাখব। যদিও ওয়ানডে ও টেস্টে আমরা আশানুরূপ পারফরম্যান্স দেখাতে পারিনি। তার পরও আমি খুব আশাবাদী যে আমরা ঘুরে দাঁড়াতে পারব। ভালো খেলেই আমরা ঘুরে দাঁড়াব আশা করি।”
“টি-টোয়েন্টি ভিন্ন ঘরানার খেলা। ওয়ানডের ধরন আলাদা, টেস্টের ধরন আলাদা। আমরা গত কয়েক বছর যেভাবে পারফর্ম করছিলাম, আমরাই প্রত্যাশা তৈরি করেছিলাম। তবে এবার সেই ফলটা দেখাতে পারিনি। আশা করি টি-টোয়েন্টিতে ভিন্ন কিছু হবে।”
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৬৯টি ম্যাচ খেলে বাংলাদেশ জিতেছে মাত্র ২১টি। সাফল্যের হার ৩১ দশমিক ৩৪ শতাংশ। শ্রীলঙ্কার বিপক্ষে ৭ টি-টোয়েন্টি খেলে জয় ২টি।
বিশ্লেষকরা মনে করছেন, ওয়ানডে ও টেস্টে হতাশার পর বাংলাদেশের কিছু পাওয়ার সুযোগ এখন টি-টোয়েন্টিতেই।
উল্লেখ্য যে, বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপরীতে এই খেলা বিকাল ৫ টা থেকে শুরু হবে।
এমএইচ/টিকে