ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

কর্ণফুলী নদীতে শিগগিরিই শুরু হচ্ছে টানেল নির্মাণের কাজ

প্রকাশিত : ০১:২৫ পিএম, ৪ মে ২০১৬ বুধবার | আপডেট: ০১:২৫ পিএম, ৪ মে ২০১৬ বুধবার

শিগগিরিই শুরু হচ্ছে কর্ণফুলী নদীতে টানেল নির্মাণের কাজ। এটি নির্মিত হলে চীনের সাংহাইয়ের আদলে গড়ে উঠবে নতুন শহর। চট্টগ্রামের বিশিষ্টজনরা বলছেন, এতে বন্দর নগরীর গুরুত্ব যেমন বাড়বে, তেমনি যোগ হবে দেশী-বিদেশী বিনিয়োগ, সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান। গত বছরের ডিসেম্বরে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার অনুমোদন দেয়া হয় কর্ণফুলীর তলদেশে টানেল নির্মানের। চীনের আর্থিক সহায়তায় এই টানেলের জন্যে ব্যয় ধরা হয় ৮ হাজার কোটি টাকা। ঠিকাদার হিসেবে নিয়োগ দেয়া হয় চায়না কমিউনিকেশনস কন্সট্রাকশন কোম্পানি লিমিটেডকে। কর্ণফুলীর তলদেশে টানেল হলে দেশী বিদেশী বিনিয়োগসহ পর্যটন শিল্পের বিকাশ এবং বন্দর নগরীর গুরুত্ব বেড়ে যাবে বলে মনে করেন সিডিএ চেয়ারম্যান। এদিকে, ৩ দশমিক ৪ কিলোমিটার দীর্ঘ এই টানেল নির্মানের মাধ্যমে কর্ণফুলীর দুই তীরকে সংযুক্ত করে চীনের সাংহাই শহরের আদলে নতুন উপশহর গড়ে তোলার কথা জানান সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। ২০১৯ সালের মধ্যে এই নির্মান কাজ শেষ হলে কর্ণফুলীর দক্ষিণ তীরে দু’টি ইকোনোমিক জোন গড়ে উঠবে বলেও জানান তিনি। কর্ণফুলীর তলদেশে টানেল নির্মানের মাধ্যমে নতুন কর্মসংস্থানের দ্বার খুলবে বলেও মনে করেন সংশ্লিষ্টরা।