মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায়
প্রকাশিত : ০২:৫৯ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৮ বৃহস্পতিবার
মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট কিয়াও স্যু ঢাকা এসে পৌঁছেছেন। তিন দিনের রাষ্ট্রীয় সফরে আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর হযরত শাহজালাল বিমানবন্দরে পৌছান জেনারেল কিয়াও। খবর ইউএনবি’র।
থাই এয়ারলাইন্সের এক বিমানে করে আজ দুপুর ১২টা ৪৮ মিনিটে বিমানবন্দরে এসে পৌঁছান জেনারেল কিয়াও স্যু। আজ সন্ধ্যায় বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।
আগামীকাল শুক্রবার বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে স্যু’র।
ধারণা করা হচ্ছে, রোহিঙ্গা ইস্যুতেই মূলত আলোচনা করবে দুই পক্ষ। এছাড়াও চোরাচালান এবং সীমান্ত চুক্তির পূর্ণ বাস্তবায়নের বিষয়ে মিয়ানমারের কাছে দাবি জানাবে বাংলাদেশ।
এছাড়া বাংলাদেশ সীমান্তের কাছে মিয়ানমার অংশে ইয়াবা’র মত মাদক দ্রব্য উৎপাদন এবং সেগুলো চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ বন্ধে মিয়ানমারের কাছে বিষয়টি তুলে ধরা হবে বাংলাদেশের পক্ষ থেকে।
সূত্রঃ ইউএনবি
//এস এইচ এস//