পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ
প্রকাশিত : ০৩:০৮ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৯:৪৩ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৮ বৃহস্পতিবার
জনবল নিয়োগ দেবে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট, ময়মনসিংহ। মোট নয়জন বৈজ্ঞানিক কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।
আবেদনের যোগ্যতা
বৈজ্ঞানিক কর্মকর্তা, রাজস্ব (অস্থায়ী) কৃষিবিজ্ঞানে সংশ্লিষ্ট শাখায় কমপক্ষে দ্বিতীয় শ্রেণির স্নাতক অথবা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণির এমএসসি ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি বা বিভাগ থাকলে আবেদন করতে পারবেন না।
বেতন
নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা http://bina.gov.bd/ ওয়েবসাইট থেকে আবেদন ফরম সংগ্রহ করবেন। ফরম পূরণ করে মহাপরিচালক বরাবর আবেদন করতে হবে। তবে আবেদনপত্র ডাকযোগে বা সরাসরি মহাপরিচালক, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাকৃবি চত্বর, ময়মনসিংহ-২২০২ এই ঠিকানায় পৌঁছাতে হবে।
আবেদনের সময়সীমা
এরইমধ্যে শুরু হয়ে গেছে আবেদন প্রক্রিয়া। আগ্রহী প্রার্থীরা আগামী ৩ মার্চ ২০১৮ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
/ এআর /